পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ીના সৰ্ব্বানন্দকরং পরংপ্রবর নিত্যানন্দচন্দং ভজে ॥ মহাভারত। ধ্যান করি মুনিবর ডাকে ঘনে ঘন । কার শক্তি লঙ্ঘিবেক ব্যাসের বচন ॥ ইন্দ্রপুরে নিবাস করয়ে যত বীর । দেব সঙ্গে বৈসে সবে দেবতা শরীর ॥ ব্যাসমুনি স্থানে সবে জানিয়া কারণ । ’ সত্বরে মুনির অগ্রে চলে সৰ্ব্বজন ॥ কৌরব পাণ্ডব যত ছিল বীরগণ । ব্যাস মুনি অগ্ৰেতে চলিল সৰ্ব্বজন ॥ মহাভারতের কথা স্থধাসিন্ধুবত । পাঁচালী প্রবন্ধে কাশীদাস বিরচিত ॥ ব্যাসের আজ্ঞায় স্বৰ্গ হৈতে দুৰ্য্যোধনাদির আগমন ও ধৃতরাষ্ট্রদিগের সহিত সাক্ষাৎ । মুনি বলে অবধান শুনহ রাজন । মুনিস্থানে স্বগ হ’তে এল সৰ্ব্বজন ॥ অষ্টাদশ অক্ষৌহিণী একত্র মিলিয়া । ব্যাসের সদনে সবে মিলিল আসিয়া ॥ দেখিয়া সন্তুষ্টচিত্ত হৈয়া মুনিবর। কহিলেন সকলেরে ডাকিয়া সত্বর ॥ মনের বাসন পূর্ণ হইল সবাকার । ইষ্ট মিত্র বন্ধু সবে দেখ আপনার ॥ দিব্যরথে আসিল যে সারথি সহিত । গঙ্গার নন্দন ভীষ্ম সংগ্রামে পণ্ডিত ॥ দিব্য শরাসন হাতে দিব্য শর তুণ । মালতীর মালা গলে শোভে চতুগুণি ॥ দিব্য শঙ্খ বাদ্য পূরি গগনমণ্ডলী । এইরূপে দেথা দেন ভীষ্ম মহাবলী ॥ দিব্য ধনুৰ্ব্বাণ করে দ্রোণ মহাশয় । দিব্য রথসজ্জা রক্তবর্ণ চারি হয় ॥ সপ্ত কুন্তু কমণ্ডলু ধ্বজ মনোহর । দিব্য শঙ্খ শব্দেতে পূরিত চরাচর ॥ শুক্ল বস্ত্র পরিধান ভূষণ মলয়জ । স্কন্ধেতে উত্তর অঙ্গে ভূষিত কবচ ॥ দিব্যরথে আরোহিয়া কৰ্ণ মহাবল । অক্ষয় কবচ অঙ্গে মকর কুণ্ডল । অগুরু চন্দন শোভে পদ্ম পুষ্পমাল । আজানুলম্বিত ভুজ বিক্রমে বিশাল ॥ দিব্যরথে সারথি বিজয়ী ধনুৰ্ব্বাণ । অখণ্ডমণ্ডল বিধু জিনিয়া বয়ান ॥ সিংহনাদ শঙ্খনাদে পূরে বনস্থলী । প্রফুল্লবদনে সবে আশ্বাসয়ে বলি ॥ । ভগদত্ত জয়সেন জয়দ্ৰথ রাজা । ঃশাসন দু-মুখ বিকর্ণ মহাতেজ ॥ শত ভাই সহিত নৃপতি দুৰ্য্যোধন । শকুনি মাতুল সঙ্গে তনয় লক্ষণ ॥ নারায়ণী সেনাগণ স্থশৰ্ম্ম সংহতি । সোমদত্ত ভূরিশ্রবা শল্য মহারথী ॥ প্রতিবিন্দ অনুবিন্দ আর জরাসন্ধ । কাশীরাজ কাম্বোজ সহিত নৃপবৃন্দ ॥ দণ্ড ধনুৰ্ব্বাণ করে হুষেণ নৃপতি । কলিঙ্গ ঈশ্বর শত অনুজ সংহতি ॥ অলস্কুষ অলায়ুধ রাক্ষস সকল । বিপরীত গর্জনে পূরিছে বনস্থল ॥ দিব্যরথে আরোহিয়া ঘটোৎকচ বীর । কনক কুণ্ডল কর্ণে প্রকাণ্ড শরীর ॥ মহাবীর অভিমনু্য সুভদ্রানন্দন । দিব্যরথে আরোহিয়া হাতে শরাসন ॥ দ্রুপদ নৃপতি পুত্ৰগণ সমুদিত। ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সহিত সত্রাজিত ॥ সপুত্র বিরাট রাজা সহ দুই ভাই । দ্রৌপদীর পঞ্চপুত্র দেখ এক ঠাই ॥ জরাসন্ধস্থত সহদেব ধনুৰ্দ্ধর । শিশুপাল তনয় চেদীর নৃপবর ॥ পূর্বে কুরুক্ষেত্রে সবে ভারত সমরে । সমর করিল র্তার। ষেমন প্রকারে ॥ সেই ধনুৰ্ব্বাণ সেই রথ আরোহণ। সেই অশ্ব সারথি মাতঙ্গ অশ্বগণ ॥ রথ রথী অশ্বের উপরে আসোয়ার । গজেতে মাহুতগণ পৰ্ব্বত আকার ॥ ধামুকী ধনুক হাতে চৰ্ম্ম অসি ঢালী । অষ্টাদশ অক্ষৌহিণী এক ঠাই মেলি ৷