পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্রমিকপর্ব। ] নিত্যং প্রত্যালয়োদ্যং প্রণয়ম্ভরলসৎ কৃষ্ণসংকীৰ্ত্তনাঢ্যং।" দুঃখ না ভাবিহু তাত থাক হৃষ্টমনে । রাজ্য দেশ পাল গিয়া ভাই পঞ্চজনে ॥ পঞ্চ ভাই বন্দিলেক মায়ের চরণে । ছাড়িয়া যাইতে কিন্তু নাছি লয় মনে ॥ আশীৰ্ব্বাদ করি কুন্তী তনয় সকলে । সহদেব নকুলেরে লইলেম কোলে ৷ দ্রৌপদীরে চাহি কুন্তী বলয়ে বচন । এই দুই পুত্রে তুমি করিবা যতন ॥ লক্ষী অবতার তুমি সতী পতিব্ৰতা । মহিমাতে তুমি হৈল জগতে পূজিত ॥ তব কীৰ্ত্তি ঘুষিবেক যাবৎ ধরণী । এত বলি আশীৰ্ব্বাদ কৈল স্নবদনী ॥ ৯ প্ৰণমিয়া পঞ্চ ভাই পাঞ্চালী সহিত ৷ ” সুভদ্র উত্তর আর রাজা পরীক্ষিত ॥ সকলে মেলানি করি আরোহিয়া রথে । মলিন বদনে চলিলেন পঞ্চ ভ্রাতে ॥ বহু সৈন্যগণ সঙ্গে বিবিধ বাজন। সুগন্ধি সহিত বয় মন্দ সমীরণ ॥ জাহ্নবী-সলিলে স্নান করিয়া তপণ । চলেন হস্তিনাপুরে পাণ্ডুর নন্দন ॥ নানা বাদ্য বাজে, নাচে গায় বিদ্যাধরী। পঞ্চ ভাই প্রবেশ করেন নিজ পুরী ॥ পাত্র মিত্র ভ্ৰাতৃ সঙ্গে করে রাজ-কাজ । পুত্রবৎ পালন করেন ধৰ্ম্মরাজ ॥ অনুক্ষণ ধৰ্ম্ম বিনা অন্য নাহি মনে । সৰ্ব্বদা করেন রাজা আন্ধের ভাবনে ॥ জননী আমার কুন্তী গান্ধারী জননী । সঞ্জয় সহিত বনে অন্ধ নৃপমণি ॥ অনাথের নাথ প্রায় বনে চারিজন । নাহি জানি কোন কৰ্ম্ম হইবে এখন ॥ i t | | i | i bや> এই মত ধৰ্ম্ম ভাবে দিবস রজনী । দৈবযোগে আইল নারদ মহামুনি ॥ পাদ্য অৰ্ঘ্য দিয়া প্রণমেন পঞ্চজন । করযোড়ে দাড়াইল বিষণ্ণ বদন । বসিতে করিল আজ্ঞা মুনি মহাশয় । নিকটে বসেন পঞ্চ পাণ্ডুর তনয় ॥ প্ৰণমিয়া পঞ্চ ভাই পাঞ্চালী সহিত । । স্বভদ্র উত্তর আর রাজা পরীক্ষিত ॥ করযোড়ে কহিলেন শুন মুনিবর। জনক জননী মম অরণ্য ভিতর ॥ অনাথের সদৃশ নিবসে ঘোর বনে । এই গতি হৈল আমা পুত্র বিদ্যমানে ॥ মুনি বলিলেন নৃপ শুন সাবধানে । ধৃতরাষ্ট্র রাজা যজ্ঞ কৈল একদিনে ॥ অগ্নির নির্বাণ নাহি করিল রাজন। সেই অগ্নি লাগিয়া দছিল তপোবন ॥ ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় তব মাত । চারিজনে যোগfসনে আছিলেন তথা ॥ অগ্নি দেখি অন্তর নহিল চারিজন । সেই দে অগ্নিতে সবে হইল দাহন ॥ নিজ কৃত অগ্নিতে পুড়িল অন্ধরাজ । শ্ৰোদ্ধ আদি কর রাজা নাহি কর ব্যাজ ॥ এত শুনি পঞ্চ ভাই লোটায় ধরণী । হাহাকার করিয়া কান্দিল নৃপমণি ॥ দ্রৌপদী প্রভৃতি পুরে কাব্দে সৰ্ব্বজন। বহু অনুতাপ করি করিল রোদন ॥ তবে যুধিষ্ঠির রাজা আনি দ্বিজগণে । শ্ৰাদ্ধকৰ্ম্ম সমাপিয়া তুষিলেন ধনে ॥ ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ আশ্রমিক পৰ্ব্ব সমাপ্ত ।