পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী স্বগান্দ্রোহণপত্ৰ । Oの二の事○O নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ পাওবগণের মেঘনাদ পৰ্ব্বতে আরোহণ । বলিলেন জন্মেজয় পিতামহগণ । কোন পথে স্বগেতে করেন আরোহণ ॥ কোন কোন পৰ্ব্বতে পড়িল কোন বীর । স্বশরীরে কেমনে গেলেন যুধিষ্ঠির ॥ বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় । ধৌম্যেরে বিদায় দিয়া পাণ্ডুর তনয় ॥ লোভ মোহ কাম ক্রোধ ক্ষান্ত করি মন । হইলেন একান্তে গোবিন্দ-পরায়ণ ॥ পুণ্য ভাগীরথী জলে করি স্নান দান। সূৰ্য্যে অর্ঘ্য দিলেন হইয়া সাবধান ॥ গঙ্গা মৃত্তিকায় অঙ্গ করিয়া ভূষিত । শুক্লবস্ত্র পরিধান উত্তর সহিত ॥ হরি স্মরি করিলেন গঙ্গাজল পান। শুচি হৈয়া স্বর্গপথে করেন প্রয়াণ ॥ বহু বন পার হৈয়া অনেক পৰ্ব্বত । দিবানিশি যান হরি চিন্তি অবিরত ॥ " কত শত মুনি ঋষি দেখি নানা স্থানে। মেঘনাদ পৰ্ব্বতে গেলেন কত দিনে ॥ পরম স্বন্দর গিরি স্বরপুরী সম । অনেক তপস্বী ঋষি মুনির আশ্রম ॥ পৰ্ব্বতে উঠিয়া রাজা দেখি জম্বুদ্বীপ। ভয়ঙ্কর নদ নদী দেখেন সমীপ ॥ অনেক তপস্বী ঋষি আছে গিরিবরে। পৰ্ব্বত-গহবরে কেহ বৃক্ষের কোটরে ॥ তাম্রজটা গলে পাট তেজে গ্রহরাজ। তপ জপ সাধে নিত্য আপনার কায ॥ মেঘবর্ণ মেঘনাদ গিরি মনোহর । দ্বিতীয় স্বমেরু সম সুন্দর শিখর ॥ অতিশয় উজ্জ্বল পৰ্ব্বত সুশোভন । দানব ঈশ্বর নাম বৈসে পঞ্চানন ॥ দানব নৃপতি দেশে দানব রক্ষক। পঞ্চজনে দেখে যেন জ্বলন্ত পাবক ॥ মনুষ্য আইল দেশে এ সব দেখিয়া । রাজার সাক্ষাতে সবে জানাইল গিয়া ॥ পঞ্চজন নর আসে সঙ্গে এক নারী । | তব যোগ্য হয় রাজা পরম স্বন্দরী ॥ আইসে লইতে রাজ্য হেন লয় চিতে । শুনি মেঘনাদ দৈত্য সাজিল ত্বরিতে i বাহিনী সহিত সাজি আইল বাহিরে । তিন লক্ষ কিরাত ধনুক যুড়ি তীরে । দানবের রূপ যেন কন্দপ আকার । নীলবর্ণে সাজিয়া করিল অন্ধকার ।