পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-సెతి দ্বাদশ বৎসর বনে, তুষিলে ব্রাহ্মণগণে, পৰ্ব্বতে পড়িলে অঙ্গ ঢালি ॥ মর্ত্যে করিলাম পাপ, তেঁই এত পাইতাপ, কেন তুমি পড়িলে পৰ্ব্বতে । কেমনে যাইব পথে, কান্দেন ভূপতি চিতে, নাহি কেহ প্রবোধ করিতে ॥ কান্দি ভীম ধনঞ্জয়, যমজ সোদরদ্বয়, শোকাকুল করে হাহাকার । বিস্তর বিলাপ করি, বলে পুনঃ হরি হরি, অগ্ৰে হৈল মরণ তোমার । আমাদের সঙ্গ ছাড়ি; পৰ্ব্বতে রহিলা পড়ি, তামা এড়ি যাইব কিমতে । এতেক ভাবিয়া সবে, কিছু শান্ত হৈয় তবে, প্রিয়বাক্য কহে ধৰ্ম্মস্থতে ॥ এই হেতু দেশে পূর্বে,রহিতে বলিতে সৰ্ব্বে, দৃঢ় করি না ছাড়িলে সঙ্গ । তোমা হেন নারী বিনে,শূন্যদেখি রাত্রিদিনে, বিধাতা করিল মুখ ভঙ্গ ॥ ভারতের পুণ্যকথা, শ্রবণে বিনাশে ব্যথা, হয় দিব্যজ্ঞানের প্রকাশ । কমলাকান্তের মৃত, স্বজনের মনঃপুত, বিরচিল কাশীরাম দাস ॥ যুধিষ্ঠিরের প্রতি ভীমের প্রশ্ন । মুনি বলে শুনহ নৃপতি জন্মেজয় । তবে কতক্ষণে পঞ্চ পাণ্ডুর তনয় ॥ দ্রৌপদীরে বেড়িয়া বৈসেন পঞ্চজন । ধৰ্ম্মরাজ বলিলেন গদগদ বচন ॥ তোমার বিচ্ছেদ প্রাণে সহিতে না পারি। ছায় প্রিয়ে মোরে ছাড়ি গেলে কোন পুরী ॥ পড়িয়া রহিলে কেন পৰ্ব্বত উপরে। তোমার শখুলে মম পরাণ বিদরে । উত্তর না দেহ কেন স্বামী পঞ্চজনে । সঙ্গ ছাড়ি কেমনে রহিলে মহাবনে ॥ কপট পাশায় আমি করিলাম পণ । তব অপমান কৈল দুষ্ট দুঃশাসন ॥ নরসিংহীর ধ্যান—লোলজিহব বলোন্মত্ত, নানাভরণভূষিতা । [ মহাভারত্ত । -പ তোমার কারণে ভীম প্রতিজ্ঞা করিল। দুঃশাসনের বক্ষ চিরি রক্তপান কৈল ॥ উরু ভাঙ্গি মারিল নৃপতি দুৰ্য্যোধন। নিঃক্ষত্র হইল ক্ষিতি তোমার কারণ ॥ তোমা হেতু জয়দ্ৰথ পায় অপমান । গোবিন্দের প্রিয় তুমি পাণ্ডবের প্রাণ ॥ তোমার বিহনে দিনে দেখি অন্ধকার । এত শুনি কান্দে রাজা চক্ষে জলধার ॥ বৃকোদর বলিলেন ধৰ্ম্ম নৃপমণি । কোনপাপে পৰ্ব্বতে পড়িল যাজ্ঞসেনী ॥ পতিব্ৰতা হৈয়া স্বর্গে নাহি গেলে কেনে । এত শুনি শ্ৰীধৰ্ম্ম বলেন ভীমসেনে ॥ দ্রৌপদীর পাপ শুন কহি যে তোমারে । আম হৈতে বড় স্নেহ ছিল পার্থ বীরে ॥ এই পাপে দ্রৌপদী রহিল এই ঠাই । জানাই বৃত্তান্ত শুন বৃকোদর ভাই ॥ জ্ঞাতিবধ পাপে সদা জ্বলিছে আগুনি । ঘৃতাহুতি তাহাতে হৈল যাজ্ঞসেনী ॥ মহাভারতের কথা স্থপা হৈতে সুধা । কর্ণপথে পান কৈলে খণ্ডে মনক্ষুধা ॥ কাশীরাম দাস প্রভু নীল শৈলারূঢ় । দক্ষিণে অনুজানুজ সম্মুখে গরুড় । পাণ্ডবদের বদরিকাশ্ৰমে গমন ও সহদেবের মৃত্যু ও যুধিষ্ঠিরের শোক । বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় । দ্রৌপদীরে তেয়াগিয়া পাণ্ডুর তনয় ॥ শোক মোহ কাম ক্রোধ লোভ আদি ছাড়ি । পঞ্চ ভাই গঙ্গাতীরে যান স্বৰ্গপুরী ॥ যাইতে উত্তরমুখে পাণ্ডুর নন্দন । তাম্রচুড় গিরি করিলেন আরোহণ ॥ পৰ্ব্বত দেখিয়া স্থী পাণ্ডুর তনয় । শঙ্খনাদে পূরিল সর্বত্র জয় জয় ॥ আকাশ পরশে চুড়া অতি ভয়ঙ্কর । লণ্ড অশ্ব রথে যায় দেবতা ভাস্কর ॥