পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եթ8 क्णवक्रं षड्रीब्र शान्-िजश् झटिकांश्रिंन्ता- Tমহাভয়তা তাহার পশ্চিমে গিরি চন্দ্রকালী নাম । স্ফটিক নিৰ্ম্মল দীপ্ত চন্দ্রের সমান ॥ ভুবনের সার সে পৰ্ব্বত স্থশোভন । তাহাতে পাগুব করিল আরোহণ ॥ হিমে অঙ্গ জ্বর জ্বর গিয়া হিমালয় । তাহে উঠি পাণ্ডব করেন জয় জয় ॥ ধীরে ধীরে যান হিমে পদ নাহি চলে । ঋষি মুনি তপস্বী দেখেন গঙ্গাকূলে ॥ ষোড়শ সহস্র লিঙ্গ দেখি পঞ্চানন । ভক্তিভাবে প্রণাম করেন চারিজন ॥ বিচিত্র মণ্ডপ নানা দেবের আবাস । ঋষি মুনি জপ তপ করে চারি পাশ ॥ নৃসিংহের মুৰ্ত্তি দেখি পৰ্ব্বত উপরে। দেবকস্তাগণ তাতে নিত্য পূজা করে ॥ চারি ভাই প্রণাম করেন র্তার পায় । নৃসিংহ উদ্ধার কর ঘন বলে রায় ॥ হিরণ্যকশিপু মারি রাখিলা প্ৰহলাদ । স্বর্গপথে পাণ্ডবে রাখিবা অপ্রমাদ ॥ অভয় নৃসিংহ নাম যে করে স্মরণ। জলে স্থলে ভয় তার নাহি কদাচন ॥ এত বলি বর মাগি নৃসিংহের ঠাই। বিষাদ সন্তাপ তাপে যান চারি ভাই ॥ " কতদূরে দেখিলেন গিরি মনোহর । নাদ ধাতু বিরচিত প্রবাল পাথর ॥ পশ্চাৎ করিয়া গিরি চলেন উত্তরে । হিমেতে মস্থর পদ চলিতে না পারে ॥ নকুলের অঙ্গে পড়ে শোণিত বহিয়া । পৰ্ব্বতে পড়িল বীর আছাড় খাইয়া ॥ গোবিন্দ চিন্তিয়া চিত্তে ত্যজিল পরাণ । স্বৰ্গপুরে প্রবেশিল কৃষ্ণ বিদ্যমান ॥ ধৰ্ম্মেরে কহিল তবে ভীম মহামতি । পড়িল নকুল বীর শুন নরপতি ॥ পাছে দেখি ধৰ্ম্মরাজ ভাবিলেন চিতে । ছয় জন মধ্যে তিন রহিল পৰ্ব্বতে ॥ তিনলোকে দুর্জয় নকুল মহাবীর । যাহার সংগ্রামে দেবাম্বর নহে স্থির ॥ হেন ভাই পড়ে মম পৰ্ব্বত উপরে । কোন স্থখে কি বলিয়া যাব স্বৰ্গপুরে ॥ তাপের উপরে তাপ শোকে মহাশোক । কাহারে কহিব দুঃখ হরি পরলোক ॥ যাম্যদিক যেই ভাই জিনিল সকলে । যজ্ঞ করিবার কালে ধন আনি দিলে ॥ স্বর্গ নাহি গেলা ভাই পড়িলে পৰ্ব্বতে । তোমার বিচ্ছিদে প্রাণ ধরিব কিমতে ॥ কান্দি জিজ্ঞাসেন ভীম নৃপতির স্থানে। কোন পাপে নকুল পড়িল এইখানে ॥ যুধিষ্ঠির কন শুন ভাই, বৃকোদর। কুরুক্ষেত্রে হয় যবে ভারত সমর ॥ কর্ণের সমর হৈল আমার সহিতে । সেই কালে নকুল আছিল মম ভিতে ॥ কর্ণের সংগ্রামে যবে মম বল টুটে । সহায় না হৈল সেই বিষম সঙ্কটে ॥ যুদ্ধ না করিল ভাই আমার রক্ষণে । এই পাপে পৰ্ব্বতে পড়িল পরিণামে ॥ কতদূরে মহাহিমে যান তিন জন । নন্দীঘোষ গিরি করিলেন আরোহণ ॥ পদ্মরাগে বিরাজিত গিরি মনোহর । নানা জাতি নর নারী পরম সুন্দর ॥ মণি বিভূষিত যত দেবের বসতি। সে বনেতে অক্ষয় অব্যয় হয় গতি ॥ _ তিন ভাই করি তথা গোবিন্দ-পূজন। যোড়হাতে করিলেন কৃষ্ণের স্তবন ॥ ভক্তিভাবে স্তুতি করে হয়ে কৃতাঞ্জলি । জলপান ক’রে যান হয়ে কুতুহলী ॥ ভয়ঙ্কর নন্দীঘোষ পৰ্ব্বত বিশাল । হিমাগমে মহাশীত বহে সৰ্ব্বকাল ॥ পশু পক্ষ। গাছ লতা নাহি সেই দেশে । হিমের প্রতাপে নাশ হয়েছে বিশেষে ॥ ছিম ভেদি অৰ্জুনের হরিল যে জ্ঞান । গোবিন্দ ভাবিয়া চিত্তে ত্যজিলেন প্রাণ ॥ দেবাম্বরে দুর্জয় সে পার্থ মহাবীর । পতনে পৰ্ব্বতে কম্প পৃথিবী অস্থির ॥