পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গারোহণ পৰ্ব্ব । ] ময়ুরপিঞ্জানস্থচীন বস্ত্রাং, শ্রীরাধিক পাদসরোজ, trవన বিষাদ ভাবেন মনে ধৰ্ম্মের নন্দন । কারে লৈয়া যাব আমি ত্রিদিব ভুবন ॥ কে মোরে করবে দেখা কৃষ্ণের সহিতে । হিমে যদি যায় তনু তরি দুঃখ হৈতে ॥ ংশক্ষয় করিলাম স্বগে আরোহিয়া । চারি ভাই ভাৰ্য্যা বনে রহিল পড়িয়া ॥ পৃথিবীতে আমি কত করিলাম পাপ । কোন মুনি দেব ঋষি দিল মোরে শাপ ॥ কান্দেন ভূপতি স্মরি দ্ৰৌপদী সুন্দরী। হেনকালে আসে যত গন্ধৰ্বের্বর নারী ॥ কন্যাগণ বলে রাজা কান্দ কি কারণ । দ্বিতীয় স্বগের সম এ গন্ধমাদন ॥ স্বগে আসি কান্দ কেন কহ বিবরণ । এ স্থানে না হয় কেহ দুঃখের ভাজন ॥ কন্যাগণ বাক্য শুনি কন নৃপবর । চারি ভাই ভাৰ্য্যা গেল পৰ্ব্বত উপর ॥ ছয়জন মধ্যে আমি আছি একজন । মহাহিমে স্বর্গপথে মৈল পঞ্চজন । মহাবীর ভীম ভাৰ্য্যা না দেখিব আর । এই হেতু কান্দি কন্যা শুন সমাচার ॥ ভাবিত না হও রাজা ভাৰ্য্য ভ্রাতৃশোকে । তব অগ্রে তারা সব গেছে স্বৰ্গলোকে ॥ কি কারণে কান্দ রাজা হৈয়া বিচক্ষণ । স্বগেতে সবার সঙ্গে হইবে মিলন ॥ স্বৰ্গপথে আসিতে পড়িল রাজা সব । তারা সবে অগ্ৰে গেল শুনহ পাণ্ডব ॥ উপেন্দ্র খগেন্দ্র ইন্দ্র যোগেন্দ্রের প্রায় । তুমি মহারাজ তেঁই আসিলে হেথায় ॥ আর এক বাক্য রাজা শুন সাবধানে । এত দূরে আসিয়াছ পুণ্যের কারণে ॥ মনুষ্যের শক্তি নাই এতদূরে আসে । অতএব এক বাক্য বলি যে বিশেষে ॥ রাজা হৈয়া থাক গন্ধমাদন পৰ্ব্বতে । স্বগের অধিক সুখ ভুঞ্জ আনন্দতে ॥ যুধিষ্ঠির বলিছেন শুন কন্যাগণ । কৃষ্ণের অজ্ঞায় করি স্বগে আরোহণ ॥ সঙ্কল্প করি আমি অবনী ভিতর রাজ্য না করিব, যাব অমর নগর ॥ প্রাণত্যুল্য ভাই ভাৰ্য্য। পড়িল বিষাদে । কি কার্য রাজ্যেতে মম বিপুল সম্পদে ॥ এত শুনি নিবৃত্ত হইল কন্যাগণ । যুধিষ্ঠির করিলেন স্বৰ্গ আরোহণ ॥ কতদূরে দেখিলেন কিন্নরের পুরী । পদ্মিনী রমণীগণ অfর বিদ্যাধরী ॥ যুধিষ্ঠিরে বলে তুমি কোন পুণ্যবান । আলিঙ্গন দিয়া রাখ আমাদের প্রাণ । অামা সবাকার স্বামী হও মহামতি । ঘাচক হইয়া বলে যতেক যুবতী ॥ পুরুষ নাহিক রাজ রাজ্যেতে আমার । তুমি রাজা হও দাপী হইব তোমার ॥ অকাল মরণ নাহি জর মৃত্যু ভয় । নানা সুখ পাবে রাজা জানিও নিশ্চয় ॥ অবশেষে মহামন্ত্র শিখাব তোমারে । শীত ভেদি অনায়াসে যাবে স্বৰ্গপুরে ॥ শুনি কন্যাগণ বাক্য বলেন রাজন । সুখ অভিলাষ নাহি করে মম মন ॥ আশীৰ্ব্বাদ কর মোরে দেব কন্যাগণ । স্বৰ্গপুরে গিয়া যেন দেখি নারায়ণ ॥ দ্বাপরের শেস হ’ল কলি অবতার । সত্য ধৰ্ম্ম বিবর্জিত অতি কদাচার ॥ সে কারণে যাই স্বর্গে ইন্দ্রের ভূবন । করিলেন শ্রমুগে অনুজ্ঞ নারায়ণ ॥ কন্যাগণ বলে রাজা তুমি মূঢ়জন । কি ফল পাইবা স্বর্গে দেখি নারায়ণ ॥ হেথা ফল কত পারে কি ক’ব তোমারে । না শুনিয়া নরপতি চলেন উত্তরে ॥ হিমালয় গিরি পাইলেন মনোহর । নারীগণ আসে নিত্য পূজিতে শঙ্কর ॥ ত্ৰিভুবন সার বিশ্বকৰ্ম্ম বিরচিত । চতুর্দশ সহস্ৰেক শিবলিঙ্গ স্থিত ॥ পরম সুন্দর গিরি কি কহিতে পারি। সুমেরু কৈলাস জিনি মহেশ্বর পুরী ॥