এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
৯৯
পড়েছে আমার পোড়া অদৃষ্টে,
যত ঝাঁটা সব আমারি পৃষ্ঠে,
হায় হায়-
কল্যাণী
ঢের হয়েছে, আর না-
রেখে দাও তব মিথ্যে কান্না।
ক্ষীরো
সত্যি কান্না কাঁদেন যারা
ওই আসছেন ঝেঁটিয়ে পাড়া।
প্রতিবেশিনীগণের প্রবেশ
প্রতিবেশিনীগণ
জয় জয় রানী, হও চিরজয়ী!
কল্যাণী তুমি কল্যাণময়ী!
ক্ষীরো
ওগো রানীদিদি, শোন্ ওই শোন্-
পাতে যদি কিছু হত অকুলোন
এত গলা ছেড়ে এত খুলে প্রাণ
উঠিত কি তবে জয়-জয় তান?
যদি দু-চারটে চন্দ্রপুলি
দৈবগতিকে দিতে না ভুলি
তা হলে কি আর রক্ষে থাকত-
হজম করতে বাপকে ডাকত।