এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১০৩
প্রথমা
দেখলি তো ভাই, কানা আন্দি
কত টাকা পেলে?
তৃতীয়া
বুড়ি ঠানদি
জুড়ে দিলে তার কান্না-অস্ত্র,
নিয়ে গেল কত শীতের বস্ত্র।
চতুর্থী
বুড়ি মাগি, তার শীত কি এতই!
কাঁথা হলে চলে, নিয়ে গেল লুই!
আছে সেটা শেষে চোরের ভাগ্যে-
এ যে বাড়াবাড়ি।
প্রথমা
সে কথা যাগ্গে।
চতুর্থী
না না, তাই বলি, হও-নাকো দাতা,
তা বলে খাবে কি বুদ্ধির মাথা!
যত রাজ্যের দুঃখী কাঙাল,
যত উড়ে মেড়ো খোট্টা বাঙাল,
কানা খোঁড়া নুলো যে আসে মরতে,
বাছ-বিচার কি হবে না করতে!
তৃতীয়া
দেখ্ না ভাই, সে গোপালের মাকে