পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১২
কাহিনী

ভোলা ময়রার চন্দ্রপুলি
দেখ্‌ দেখি ওই ঢাকনা খুলি-
তাই মুখে দিয়ে দু’বাটিখানিক
দুধ খেয়ে শোও লক্ষ্মীমানিক।

কাশী


কত খাব দিদি, সমস্ত দিন।

ক্ষীরো


খাবার তো নয় খিদের অধীন।
পেটের জ্বালায় কত লোকে ছোটে,
খাবার কি তার মুখে এসে জোটে?
দুঃখী গরিব কাঙাল ফতুর
চাষাভুষো মুটে অনাথ অতুর
কারো তো খিদের অভাব হয় না-
চন্দ্রপুলিটা সবার রয় না।
মনে রেখে দিস যেটার যা দর
খাবার চাইতে খিদের আদর।
হাঁ রে বিনি,তোর চিরুনি রুপোর
দেখছি নে কেন খোঁপার উপর?

বিনি


সেটা ও-পাড়ার খেতুর মেয়ে
কেঁদেকেটে কাল নিয়েছে চেয়ে।