এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৪
কাহিনী
কোরো দান ধ্যান আর উপবাস।
যতদিন আমি রয়েছি বর্তে
দেবনা করতে আত্মহত্যে।
খাওয়াদাওয়া হল, এখন তবে
রাত হল ঢের, শোও গে সবে।
[কিনি বিনি কাশীর প্রস্থান
কল্যাণীর প্রবেশ
ওগো দিদি, আমি বাঁচি নে তো আর-
কল্যাণী
সেটা বিশ্বাস হয় না আমার।
তবু কী হয়েছে শুনি ব্যাপারটা।
ক্ষীরো
মাইরি দিদি, এ নয়কো ঠাট্টা।
দেশ থেকে চিঠি পেয়েছি মামার,
বাঁচে কি না বাঁচে খুড়িটি আমার
শক্ত অসুখ হয়েছে এবার,
টাকাকড়ি নেই ওষুধ দেবার।
কল্যাণী
এখনো বছর হয়নি গত,
খুড়ির শ্রাদ্ধে নিলি যে কত!
ক্ষীরো
হাঁ হাঁ, বটে বটে, মরেছে বেটি-
খুড়ি গেছে, তবু আছে তো জেঠি।