পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৬
কাহিনী

পিছনেতে ছিল দাসী চার-চার-
তা ছাড়া সেপাই।

ক্ষীরো


শুনলি তো কাশী?

কাশী


শুনেছি।

ক্ষীরো


তা হলে ডাক্‌ তোর দাসী।
কিনি পোড়ামুখি!

কিনি


কেন রানীখুড়ি?

ক্ষীরো


হাই তুললেম, দিলি নে যে তুড়ি?
মালতী!

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


শেখাও কায়দা।

মালতী


এত বলি, তবু হয় না কায়দা।
বেগম-সাহেব যখন হাঁচেন
তুড়ি ভুল হলে কেহ না বাঁচেন।