পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
কাহিনী

তা বলে নারীর নারীত্বটুকু
ভুলে যাওয়া, সে কি কথার কথা!


সে যে তপোবন, স্বচ্ছ পবন,
অদূরে নীল শৈলমালা,
কলগান করে পুণ্য তটিনী—
সে কি নগরীর নাট্যশালা।
মনে হল সেথা অন্তরগ্লানি
বুকের বাহিরে বাহিরি আসে।
ওগো বনভূমি, মোরে ঢাকো তুমি
নবনির্মল শ্যামল বাসে।
অয়ি উজ্জ্বল উদার আকাশ,
লজ্জিত জনে করুণা ক’রে
তোমার সহজ অমলতাখানি
শত পাকে ঘেরি পরাও মোরে।


স্থান আমাদের রুদ্ধ নিলয়ে
প্রদীপের-পীত-আলোক-জ্বালা,
যেথায় ব্যাকুল বন্ধ বাতাস
ফেলে নিশ্বাস হতাশ-ঢালা।
রতননিকরে কিরণ ঠিকরে,
মুকুতা ঝলকে অলকপাশে,