এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩০
কাহিনী
মতি
টাকাটা সিকেটে যদি কিছু পাই
‘জয় জয়’ বলে বাড়ি চলে যাই।
ক্ষীরো
যদি না’ই পাও তবু যেতে হবে,
কুর্নিশ করে চলে যাও তবে।
মতি
ঘড়া ঘড়া টাকা ঘরে গড়াগড়ি,
তবু কড়াকড় দিতে কড়াকড়ি।
ক্ষীরো
ঘরের জিনিস ঘরেরই ঘড়ায়
চিরদিন যেন ঘরেই গড়ায়।
মালতী!
মালতী
আজ্ঞে!
ক্ষীরো
এবার মাগিরে
কুর্নিশ করে নিয়ে যাও ফিরে।
মতি
চললেম তবে—
মালতী
বোসো, ফিরো নাকো,