পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১৩১

তিনবার মাটি তুলে নাকে মাখো।
তিন পা কেবল হটে যাও পিছু—
পোড়ো না উলটে, মাথা করো নিচু।

মতি


হায়, কোথা এনু! ভরল না পেট,
বারে বারে শুধু মাথা হল হেঁট।
আহা, কল্যাণী রানীর ঘরে
কর্ণ জুড়োয় মধুর স্বরে—
কড়ি যদি দেন অমূল্য তাই,
হেথা হীরে মোতি সেও অতি ছাই।

ক্ষীরো


সে ছাই পাবার ভরসা কোরো না।

মালতী


সাবধানে হঠো, উলটে পোড়ো না।
[মতির প্রস্থান]

ক্ষীরো


বিনি!

বিনি


রানীমাসি!

ক্ষীরো


একগাছি চুড়ি
হাত থেকে তোর গেছে নাকি চুরি?