পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩২
কাহিনী

বিনি


চুরি তো যায় নি।

ক্ষীরো


গিয়েছে হারিয়ে?

বিনি


হারায় নি।

ক্ষীরো


কেউ নিয়েছে ভাঁড়িয়ে?

বিনি


না গো রানীমসি!

ক্ষীরো


এটা তো মানিস—
পাখা নেই তার? একটা জিনিস
হয় চুরি যায়, নয় তো হারায়,
নয় মারা যায় ঠগের দ্বারায়,
তা না হলে থাকে— এ ছাড়া তাহার
কী যে হতে পারে জানি নে তো আর।

বিনি


দান করেছি সে।

ক্ষীরো


দিয়েছিস দানে?
ঠকিয়েছে কেউ, তারি হল মানে।
কে নিয়েছে বল্।