পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৪
কাহিনী

অতএব বাছা, হবি সাবধান,
বেশি আছে ব’লে করিস নে দান।
মালতী!

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


বোকা মেয়েটি এ,
এরে দুটো কথা দাও সম্‌ঝিয়ে।

মালতী


রানীর বোনঝি রানীর অংশ,
তফাতে থাকবে উচ্চ বংশ—
দান করা-টরা যত হয় বেশি
গরিবের সাথে তত ঘেঁষাঘেঁষি।
পুরোনো শাস্ত্রে লিখেছে শোলোক,
গরিবের মতো নেই ছোটোলোক।

ক্ষীরো


মালতী!

মালতী


আজ্ঞে!

ক্ষীরো


মল্লিকাটারে
আর তো রাখা না!