পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
১৩৭

দ্বিতীয়া


প্রসন্ন ছিল তাদের গ্রহ,
চাবুক ক' ঘা তো অনুগ্রহ।

তৃতীয়া


বলিস কী ভাই, ফাঁড়া গেল কেটে—
আহ এত দয়া রানীমাৱ পেটে!

ক্ষীরো


থাম্ তোরা, শুনে নিজ গুণগান
লজ্জায় রাঙা হয়ে ওঠে কান।
বিনি!

বিনি


রাণীমাসি!

ক্ষীরো


স্থির হয়ে রবি!
ছট্‌ফট্ করা বড়ো বেয়াদবি।
মালতী!

মালতি


আজ্ঞে!

ক্ষীরো


মেয়েরা এখনো
শেখে নি আমিরি দস্তুর কোনো।