এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪৪
কাহিনী
ছুটি দেয় যেন দারোয়ান যত
হিন্দুস্থানি দস্তুরমত।
মালতী
বুঝেছি রানীজি!
ক্ষীরো
আচ্ছা, তা হলে
কুর্নিশ করে যাক বেটি চলে।
[কুর্ণিশ করাইয়া দাসীকে বিদায়]
দাসী
দুয়ারে রাণীমা, দাঁড়িয়ে আছে কে,
বড়ো লোকের ঝি মনে হয় দেখে।
ক্ষীরো
এসেছে কি হাতি কিম্বা রথে?
দাসী
মনে হল যেন হেঁটে এল পথে!
ক্ষীরো
কোথা তবে তার বড়োলোকত্ব।
দাসী
রাণীর মতন মুখটি সত্য।
ক্ষীরো
মুখে বড়োলোক লেখা নাহি থাকে,
গাড়িঘোড়া দেখে চেনা যায় তাকে।