এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৪
কাহিনী
কল্যাণী
কিছুই আনি নি, শুধু হেরো এই
হাতে দুটি চুড়ি, পায়েতে নূপুর!
ক্ষীরো
আজ এসো তবে, বেজেছে দুপুর—
শরীর ভালো না, তাইতে সকালে
মাথা ধরে যায় অধিক বকালে—
মালতী!
মালতী
আজ্ঞে!
ক্ষীরো
জানে না কানাই—
স্নানের সময় বাজবে সানাই?
মালতী
বেটারে উচিত করব শাসন!
[কল্যাণীর প্রস্থান
তুলে রাখো মোর রত্ন-আসন—
ক্ষীরো
আজকের মতো হল দরবার।
মালতী!
মালতী
আজ্ঞে!