এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৮
কাহিনী
ঠাকুরানীর প্রবেশ
ঠাকুরানী
বিপদে পড়েছি তাই এনু চ’লে।
ক্ষীরো
সে তো জানা কথা। বিপদে না প’লে
শুধু যে আমার চাঁদমুখখানি
দেখতে আস নি, সেটা বেশ জানি।
ঠাকুরানী
চুরি হয়ে গেছে ঘরেতে আমার—
ক্ষীরো
মোর ঘরে বুঝি শোধ নেবে তার?
ঠাকুরানী
দয়া করে যদি কিছু করো দান
এ যাত্রা তবে বেঁচে যায় প্রাণ।
ক্ষীরো
তোমার যা-কিছু নিয়েছে অন্যে
দয়া চাও তুমি তাহার জন্যে!
আমার যা তুমি নিয়ে যাবে ঘরে
তার তরে দয়া আমায় কে করে?
ঠাকুরানী
ধনসুখ আছে যার ভাণ্ডারে
দানসুখে তার সুখ আরো বাড়ে।