পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৮
কাহিনী

কোথা যাও নববস্ত্র-অলংকারে সাজি
বধূ মোর?
ভানুমতী
শত্রুপরাভবশুভক্ষণ
সমাগত।

গান্ধারী
শত্রু যার আত্মীয়স্বজন
আত্মা তার নিত্য শত্রু, ধর্ম শত্রু তার,
অজেয় তাহার শত্র। নব অলংকার
কোথা হতে-হে কল্যাণী?
ভানুমতী
জিনি বসুমতী
ভুজবলে পাঞ্চালীরে তার পঞ্চপতি
দিয়েছিল যত রত্ন মণি অলংকার-
যজ্ঞদিনে যাহা পরি ভাগ্য-অহংকার
ঠিকরিত মাণিক্যের শতসূচিমুখে
দ্রৌপদীর অঙ্গ হতে, বিদ্ধ হত বুকে,
কুরুকুলকামিনীর, সে রত্নভুষণে
আমারে সাজায়ে তারে যেতে হল বনে।
গান্ধারী
হা রে মূঢ়ে, শিক্ষা তবু হল না তোমার!
সেই রত্ন নিয়ে তবু এত অহংকার!
একি ভয়ংকরী কান্তি, প্রলয়ের সাজ!
যুগান্তের উল্কা-সম দহিছে না আজ