পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬০
কাহিনী

রমাবাই


ছুঁস্‌নে যবনী,
পাতকিনী।

অমাবাই


কোনো পাপ নাই মোর দেহে-
নির্মল তোমারি মতো।

রমাবাই


যবনের গেহে
কার কাছে সমর্পিলি ধর্ম আপনার?

পতি কাছে।

রমাবাই


পতি! ম্লেচ্ছ, পতি সে তোমার!
জানিল কাহারে বলে পতি? নষ্টমতি,
ভ্রষ্টাচার। রমণীর সে যে এক গতি,
একমাত্র ইষ্টদেব। ম্লেচ্ছ মুসলমান
ব্রাহ্মণকন্যার পতি! দেবত-সমান!

অমাবাই


উচ্চ বিপ্রকুলে জন্মি তবুও যবনে
ঘৃণা করি নাই আমি, কায়বাক্যে মনে
পূজিয়াছি পতি বলি; মোরে করে ঘৃণা
এমন সতী কে আছে? নহি আমি হীনা