পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সতী
৬১

জননী তোমায় চেয়ে-হবে মোর গতি
সতীস্বর্গলোকে।

রমাবাই


সতী তুমি।


অমাবাই


আমি সতী।

রমাবাই


জানিস মরিতে অসংকোচে?

অমাবাই


জানি আমি।

রমাবাই


তবে জ্বাল্‌ চিতানল। ওই তোর স্বামী
পড়িয়া সমরভূমে।

অমাবাই


জীবাজি!


রমাবাই


জীবাজি।
বাক্‌দত্ত পতি তোর। তারি ভস্মে আজি
ভস্ম মিলাইতে হবে। বিবাহরাত্রির
বিফল হোমাগ্নিশিখা শ্মশানভূমির
ক্ষুধিত চিতাগ্নিরূপে উঠেছে জাগিয়া;
আজি মাত্রে সে রাত্রির অসমাপ্ত ক্রিয়া
হবে সমাপন।