এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
হাই ইস্কুল
ক্লাসের যেখানটাতে বস্ত সুবিনয়, বিমল বস্ত ঠিক তারি পেছনের বেঞ্চে।
থার্ড ক্লাস্। এই ক্লাসে পড়াশুনার তেমন চাড়্ নেই। ছেলেরা, এই ক্লাসে একটু জিরিয়ে নেয়।
ফার্ষ্ট ছেলে ছিল না বটে সুবিনয়, কিন্তু, মাষ্টার মহাশয়ের ডান দিকের ফার্ষ্ট সীটেই সে বস্ত।
জজের ছেলে সে। পড়াশুনায় ইংরেজিটা সে খুব ভালো জান্ত।