পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । । ఫిసిసి রজন্ম ছশ্মিতযুদুল্লসিতাধরাংশু রাকেন্দু-লালিত-মুখেন্দু মুকুন্দ-বাল্যং ॥ ৫০ ॥ যস্য মহালম্পট ইত্যর্থ । অথবাস্য বরাকস্য কে দোষ যত এতাদৃশং তদিন ত্যাহ। রসজ্ঞানাং মনোঞ্জে বেশো যস্মিন । তথা রাগযুক্তশ্চ মৃদ্ধস্থিতেন মৃদুল্লসিতশ্চ যেt২ধর স্তস্যাংশু র্যস্মিন । পৃথক পদং বাঁ। তথা রাকেন্দুভিললিত; সৈবিতঃ মুখেন্দু র্যত্র। স্বাস্তদশায়াং সমানসখীঃ প্রত্যুক্তিঃ । বাল্যং তয়া সহ মধ্যে নিরসজ্ঞ (অন্যন্য-সাধারণ ) মনোহর বেশে পরিশোভিত এবং সুরঞ্জিত মৃদুহাস্য দ্বারা মৃদুভাবে সমুন্নত অধরকান্তিরূপ রাকাপতি অর্থাৎ পূর্ণচন্দ্র দ্বারা বাল্যভাবে যে মুখচন্দ্র ললিত তাদৃশ মুকুন্দ অর্থাৎ শ্ৰীকৃষ্ণের বাল্যভাব আমার মনোমধ্যে লগ্ন রহিয়াছে ॥ ৫০ ৷ * e যদুনন্দনঠাকুরের পদ্য । বশ নয়। লম্পট সম্প্রদরিজ, তার বিপরীত কাজ, পরধন গ্রাসশীল হয় ॥ - অথবা বরাক মন, ইহারি কি দোষ গুণ, কৃষ্ণরূপ সৰ্ব্ব আকর্ষয়ে । কৃষ্ণাঙ্গ মুধুর্য্যগণে, কেবা ক্ষমা দিবে মনে, এই লাগি পাসরিল নহে ॥ সেই যে মাধুর্য্যে মন, ডুবি হৈল অচেতন, পুন মৃত্যু শঙ্ক হৈল মনে । সখী প্রতি কহে ধনী, বিষাদ প্রলীপ বাণী, এই দেখ! তোমা স্বাসনে ॥ এত কহি মনে হৈল, কৃষ্ণ সঙ্গে যাহা কৈল, সখীগণ নিকট থাকিতে। স্তনাধর আদি যত, আকর্ষয়ে কৃষ্ণ কত, “নৰ্ম্ম ভঙ্গি মনোহর রাতে ॥ তাতে রতি ফল হয়ে, মাধুর্য্য সমুদ্রাশয়ে, তাহা স্ফৰ্ত্তি