পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*e কৃষ্ণকর্ণামৃতং । আরাদুপৈতি হৃদয়ঙ্গমবেণুনাদবেণীমুখেন দশনাংশুভরেণ দেবঃ ॥ ৮০ ৷ ত্রিভুবনসরসাভ্যাং দিব্যলীলকুলাভ্যাং লক্ষিতঃ কীৰ্দশ সহজন্মিতেন প্রহ্মরা যে দশনা শবস্তেষাং ভরে মস্মিন তেন। যদ্বা। দশনাংশুভরেণেপলক্ষিতঃ । কাশী । তাদৃশবেণুনাদকল্পোলযুক্তবেণীকৃতং তন্মুখং যেন । তত্র দন্তকটাক্ষাধর-কাস্তিধারা গঙ্গাযমুনাসরস্বত্যে। জ্ঞেয়tঃ ॥ ৮০ ৷ কিমপি বহতু চেতঃ কৃষ্ণপাদম্বুিজাভ্যামিতাছাৎকণ্ঠসাফল্যাং সোল্লাগদম্ভাংশুপূর্ণ বেণী অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী এই ত্রিবেণীযুক্ত বদন ধারণ করত তামার হৃদয় মধ্যেই যেন প্রবেশ করিতেছেন ॥ ৮০ ৷৷ o অনন্তর উৎকণ্ঠীর সাফল্যহেতু উল্লাসের সহিত লীলা শুক কহিতেছেন ॥ যুদুনন্দনঠাকুরের পদ্য । ত্রিবেণীর রীত ॥ বেণুনাদ নিজহিয়ে, সহজেই মন্দস্মিতে, দর্শন কিরণযুক্ত কিবা । বেণুধ্বনি সুকল্লোলে, যুক্ত হৈয়া ধারবলে, ত্রিবেণীর মুখে ধরে কিবা ॥ দন্তকান্তি মন্দাকিনী, কটাক্ষ যমুনা মানি, বিম্বাধর কাস্তি সরস্বতী । এই ত্রিবেণীর ধারা, মুখে বহে শ্রোতপারা, স্নিগ্ধ কৈল মোর নেত্র তাতি ॥ কহিতেই কৃষ্ণপদে, নেত্রপড়ে অতিসাধে, পূর্বের প্রার্থনাগণ যত । সাফল্য হইল জানি, নিজভাগ্যে শ্লাঘ্যমানি, কহে শ্লোক মহামৃত সত ॥ ৮০ ৷ এই ন৷ আইসে শ্ৰীগোবিন্দ। অদ্ভুত চরণদ্বয়, ত্রিভুবন