পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ কৃষ্ণকর্ণামৃতং । মাধুর্য্যেণ বিবৰ্দ্ধন্তাং বাচো নস্তব বৈভবে। চাপল্যেন বিবৰ্দ্ধন্ত৷ং চিন্তা নস্তব শৈশবে ॥ ১০৫ ৷ ততঃ সাধু লীলাতক সাধু ত্বন্দুতয় প্রতোহম্মি তন্মদর্শনং বিফলং নস্যাৎT প্রার্থয় বাঞ্ছিতমিতি ভঙ্গ্য৷ তেনাম্রেড়িতঃ স্বেসিতং ভঙ্গ্য। প্রার্থয়ন্নাহ । তব বৈভবে বাধিয়াতীতে সৌন্দৰ্য্যবিলাগৈশ্বৰ্য্যাদে নোংক্ষাকং বাচে মাধুর্ষেণ বিবৰ্দ্ধন্তাং তত্তন্মধুেরীবর্ণন সমর্থ ভবস্থিতি ভাব: তথা তব শৈশবে কৈশোরেহযোগ্যদেহাদীনামপি নশ্চিন্তা প্রাপ্ত,ংকণ্ঠয়। তচ্চিস্তনানি চাপলেন বিবৰ্দ্ধস্তাং অয়মেব মে বর ইত্যর্থঃ ॥ ১০৫ ৷ তদনন্তর শ্ৰীকৃষ্ণ কহিলেন, লীলাশুক ! সাধু সাধু তোমার দৃঢ়তায় আমি প্রীত হইলাম অতএব আমার দর্শন বিফল হয় না, তোমার বাঞ্ছিত প্রার্থনা কর, ভঙ্গীসহকারে শ্ৰীকৃষ্ণ বারম্বার এইরূপ বলিতে থাকিলে লীলtশুকও স্বীয় ভঙ্গীসহকারে প্রার্থনা করত কহিলেন ॥ o হে কৃষ্ণ ! আমার বাক্যসমূহ আপনার বৈভবে মাধুর্য্যের সহিত বৰ্দ্ধিত হউক এবং আপনার শৈশববিষয়ে ত্বদীয় চাপল্যের সহিত আমার চিন্তা ও বৰ্দ্ধিত হউক ॥ ১০৫ ৷ যদুনন্দনঠাকুরের পদ্য। শুন কৃষ্ণ বর দিব যবে । সৌন্দৰ্য্য বিলাসৈশ্বৰ্য্য, বাণী আগে সুমাধুর্য্য, বর্ণিতে সমর্থ্য হউ তবে । তথা তব কৈশোর রঙ্গ, প্রাপ্ত কণ্ঠ। পরবন্ধ, মনে মোর সদা যেন রহে। তাহারি স্বপ্রাপ্তি লাগি, মন হউ চিন্তারাগী, চাপল্যে বায়ুক বর মোহে ॥ কৃষ্ণ কহে যেই তোর, হয় বুদ্ধি স্থগোচর, বর মাগ দিব আমি তোরে । এত শুনি কহে যেই, তবে দেহ বর এই, কহি এক শ্লোক পাঠ করে ॥ ১০৫ ॥