পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । २२* দৈবেন নঃ ফলতি দিব্যকিশোরমূৰ্ত্তিঃ । মুক্তিঃ স্বয়ং মুকুলিতাঞ্জলি লেবতেইন্মান ছিত্বা মনীলাম্ফৰ্ত্তিং কিমিতি প্রার্থৰ্যসে ইত্যত্র ভক্তিসিদ্ধান্তোষ্ট্রক্ষনপূর্বকং স্বচাল্গুরীং ভক্ষ্য কথমুন্নাহ ভক্তিৰীতি। হে ভগবন, সৰ্ব্বজ্ঞ যয়। লীলাক্ষৰ্বিরূপয় প্রেমলক্ষণয়া ভক্ত্য ত্বং সাক্ষাৎ প্রাপ্তোহসি সা ত্বয়ি ভক্তি: স্থিরতর যদি স্যাম্ভদ দৈবেন স্বতএব দিব্যকিশোরমূৰ্ত্তিরীভূক্ ভবান ফলতি প্রাপ্তে। ভবত্তি। মুক্তিস্তু মুকুলিতাঞ্জলি যথা স্যাক্তথা মাং গৃহাণ গৃহণেতি বদন্ত্যন্মান সেবতে প্রাপ্ত এই সকল ত্যাগ করিয়া আমার লীলাম্ফক্তি কি নিমিত্ত প্রর্থনা করিতেছ ? শ্ৰীকৃষ্ণের এই জিজ্ঞাসায় ভক্তিসিদ্ধান্তের উটুঙ্কন পূর্বক স্বীয় চাতুরীভঙ্গীসহকারে কহিতেছেন ॥ হে ভগবন । আপনাতে যদি ভক্তি স্থিরতর হয় এবং দৈববশে.ষদি কিশোরমূৰ্ত্তি ফলবতী হয়, তাহ হইলে ধৰ্ম্ম, যজুনন্দনঠাকুরের পদ্য । হৈতে, লীলা স্ফৰ্ত্তি হয় চিত্তে, ভূমি সাক্ষাৎ হও যে প্রবন্ধ ॥ ধ্রু } সেই প্রেমভক্তি যবে, গোতে স্থির রহে তবে, তুমি যে কিশোর মূৰ্ত্তিমানে। এইরূপে পাব আমি, ইথে অন্য নাহি জানি, নহে তুমি দুল্ল ভান্য স্থানে ॥ তবে যদি মুক্তিগণ, করে অঞ্জলি বন্ধন, মোরে লও মোরে লুও কহে। ধৰ্ম্ম অর্থ কাম আদি, ইহার পশ্চাতে সাধি, কহে কভু ফিরিয়া ন চাইয়ে ॥ অতএব কিবা কাজে, বর দিবা করি ব্যাজে, ছদ্ম কথা করহ প্রকাশ। ছাড় সব কুটিনাটি, বঞ্চনার পরিপাটী, নানামত অন্য পরিহাস ॥