পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|o ঘর হৈতে যান সেই বেশ্য স্থানে ॥ নৌকা নাহি নদী পর হইতে ন পারে । মৃতকে ধরিয়া গেল। সেই নদী পারে ॥ বেশ্য দ্বারে গেল। কপাট খিল লাগে তায় । প্রবেশিতে নারে তাতে মহীচেষ্টা পায় ॥ প্রাচীরের চতুর্দিকে ডাকিয়া বেড়ায় । মেঘের গর্জনে তারা শুনিতে না পায় ৷ সেই কালে দেখে ভিত্তিগর্তের ভিতরে । কালসপ আৰ্দ্ধ অঙ্গ প্রবেশে কুহরে ৷ অৰ্দ্ধ অঙ্গ আছে বাছে তার পুচ্ছ ধরি। প্রাচীর লঙ্ঘিয়া পড়ে প্রণালী উপরি ॥ পড়িতে হইল মূৰ্চ্ছা নাহিক চেতন । শবদ শুনি বেশ্য দেখে লএ) সর্থীগণ ॥ বিজুলী ছটায় তারে দেখিয়া তখন । শীঘ্র তীরে অনে বেশ্য লঞা সখীগণ ॥ হtহকার করি বেশ্য বহু চেষ্টা পাইল। শুশ্ৰষ করিয়৷ তারে সুস্থির করিল। তবে আগমন কথা বিবরি কহিল। যেন যেন রূপে নদী পারাদি হইলা ॥ বৃত্তান্ত শুনিয়া বেশ্য লাগিলা কঁাপিতে । অতিশয় দুঃখী হৈয়া লাগিল কহিতে ॥ “শাস্ত্র জানি মূর্থ কেহ নাহি তোমা বিনে । বিরস রসের লাগি বধহ আপনে ॥ হাছা ধিক্‌ ধিক্ রন্থ জীবন আমার । মহাপাপীয়সী আমি জানিনু নিৰ্দ্ধার ॥ নানান কপটভাবে পুরুষ বঞ্চিয় । মন ধন হরি লাউ তাকে প্রতারিয়৷ ৷ এমন আসক্তি যদি জন্মে কৃষ্ণ লাগি । তবে কিবা লাভ নছে কৃষ্ণ অনুরাগী ॥ কালি আমি প্রাতঃকালে সকল ছাড়িয়া । ভজিব কৃষ্ণের পায়ে একান্ত করিয়া ॥” এইরূপে সেই রাত্রি সখীগণ লৈয়া । তাহার শুশ্রীষা করে নিৰ্ব্বেদ কহিয়৷ ৷ শ্ৰীকৃষ্ণ শ্রীরাধ সনে রাসকুঞ্জলীলা । গান করে সখী সনে হৈয়া এক মেলা ॥ তার