পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>燃 • , . কৃষ্ণকাণ্ডের উইল . . হর। কলিকাতা হইতে চুই দিবস হইল আসিয়াছি। এই দুই नि কোন স্থানে ... " লুকাইয়া ছিলাম। আবার নাকি নূতন উইল হইবে ? ত্র। এই রকম ত শুনিতেছি । . হর। আমার ভাগে এবার শূন্ত । ত্র। কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না । হর। আজি বিকালে লেখাপড়া হবে ? তুমি লিখিবে ? ত্র। তা কি করব ভাই ! কৰ্ত্ত বলিলে ত “না” বলিতে পারি না । হর। ভাল, তাতে তোমার দোষ কি ? এখন কিছু রোজগার করিবে ? ত্র। কিলটে চড়টা ? তা ভাই, মার না কেন ? হর । তা নয় ; হাজার টাকা । ত্র। বিধবা বিয়ে কর্যে নাকি ? হর । তাই । ব্র ৷ বয়স গেছে । - হর। তবে আর একটি কাজ বলি। এখনই আরম্ভ কর। আগামী কিছু গ্রহণ কর । , এই বলিয়া ব্ৰহ্মানন্দের হাতে হরলাল পাঁচ শত টাকার নোট দিলেন । ব্ৰহ্মানন্দ নোট পাইয়া উলটিয়া পালটিয়া দেখিল। বলিল, "ইহা লইয়া আমি কি করিব ?” - হর। পুজি করিও। দশ টাকা মতি গোয়ালিনীকে দিও। স্ত্র। গোওয়ালা-ফোওয়ালার কোন এলেকা রাখি না। কিন্তু আমায়করিতে হইবে কি ? হর। দুইটি কলম কাট। দুইটি যেন ঠিক সমান হয়। - ব্র । আচ্ছা ভাই—যা বল, তাই শুনি। ... এই বলিয়া ঘোষজ মহাশয় দুইটি নূতন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন। । এবং লিখিয়া দেখিলেন যে, দুইটিরই লেখা একপ্রকার দেখিতে হয়। " তখন হরলাল বলিলেন, “ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখ। যখন ऎझेश লিখিতে যাইবে, এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়। এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভাল কালি আছে ?” o ব্ৰহ্মানন্দ মসীপাত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। হরলাল বলিতে লাগিল, “ভাল, এই কালি উইল লিখিতে লইয়া যাইও ”