পাতা:কৃষ্ণচরিত্র.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o

o সকল সময়েই দেখা যায় যে, ভারতবর্ষে, অন্ততঃ ভারতবর্ষের উত্তরাদ্ধে এক এক জন সম্রাট ছিলেন, তাহার প্রাধান্ত অন্য রাজগণ স্বীকার করিত কেহ বা করদ, কেহ বা আজ্ঞানুবর্তী, এবং যুদ্ধকালে সকলেই সহায় হইত। ঐতিহাসিক সময়ে চন্দ্রগুপ্ত, বিক্রমাদিতা, অশোক, মহাপ্রতাপশালী গুপ্তবংশীয়ের, হৰ্ষবৰ্দ্ধন শিলাদিত্য, এবং আধুনিক সময় পাঠান ও মোগল-ইহার এইরূপ সম্রাটু ছিলেন । হিন্দুরাজাকালে অধিকাংশ সময়ই এই আধিপত্য মগধধিপতিরই ছিল । আমরা যে সময়ের বর্ণনায় উপস্থিত, সে সময়েও মগধাধিপতি উত্তর ভারতে সম্রাটু । এই সম্রাটু বিখ্যাত জরাসন্ধ । তাহার বল ও প্রতাপ মহাভারতে, হরিবংশে ও পুরাণ সকলে অতিশয় বিস্তারের সহিত বর্ণিত হইয়াছে। কথিত হইয়াছে যে, কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত ক্ষত্রিয়গণ একত্র হইয়াছিল। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধেও উভয় পক্ষের মোটে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা উপস্থিত ছিল, লেখা আছে। এক জরাসন্ধের বিংশতি আক্ষৌহিণী সেন ছিল লিখিত হইয়াছে। কংস এই জরাসন্ধের জামাতা । কংস তাহার তুই কন্যা বিবাহ করিয়াছিলেন। কংসবধের পর তাহার বিধবা কস্তাদ্বয় জরাসন্ধের নিকটে গিয়া পতিহস্তার দমনার্থ রোদন করেন। জরাসন্ধ কৃষ্ণের বধার্থ মহাসৈন্য লইয়া আসিয়া মথুর। অবরোধ করেন। জরাসন্ধের অসংখ্য সৈষ্ঠের তুলনায় যাদবদিগের সৈন্য অতি অল্প । " তথাপি কৃষ্ণের সেনাপতিত্বগুণে যাদবের জরাসন্ধকে বিমুখ করিয়াছিলেন। . কিন্তু জরাসন্ধের বলক্ষয় করা তাহাদের অসাধ্য। কেন না, জরাসন্ধের সৈন্য অগণ্য। অতএব জরাসন্ধ পুনঃপুনঃ আসিয়া মথুরা অবরোধ করিতে লাগিল। যদিও সে পুনঃপুনঃ বিমুখীকৃত হইল, তথাপি এই পুনঃপুনঃ আক্রমণে যাদবদিগের গুরুতর অশুভ উৎপাদনের সম্ভাবন হইল। যাদবদিগের ক্ষুদ্রসৈন্স পুনঃপুনঃ যুদ্ধে ক্ষয় হইতে লাগিলে তাহার সৈন্তশ্বন্ত হইবার উপক্রম হইলেন। কিন্তু সমুদ্রে জোয়ার ভাটার স্কায় জরাসন্ধের অগাধ সৈন্যের ক্ষয়বৃদ্ধি কিছু জানিতে পারা গেল না । এইরূপ সপ্তদশবার আক্রাস্ত হওয়ার পর, যাদবের কৃষ্ণের পরামর্শানুসারে মথুরা ত্যাগ করিয়া ছরাক্রম্য প্রদেশে তুর্গনিৰ্মাণপূর্বক বাস করিবার অভিপ্রায় করিলেন। অতএব সাগরদ্বীপ দ্বারকায় যাদবদিগের জন্য পুরী নিৰ্ম্মাণ হইতে লাগিল এবং দুরারোহ ।