পাতা:কৃষ্ণচরিত্র.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃতীয় খণ্ড পঞ্চৰ পরিচ্ছেন নরকবধাদি * ৯৪ষ্ঠ SDBDDB BBBB BBBBBB BBB BBB BBBBBS BBB BB BBBBB BBBBS তিনিই প্রকৃত বাস্থদেৰ লামের অধিকারী এই পৌণ্ডক ৰাস্থদেৰ প্রচার করিলেন যে, DDDDDDDB BBBS BB BBBBBS BD BBB BBB BBBDSDDDBBBB BBB DDD DDD BBBBB BS BB DDD BBB BBBS ggSBBBBSBBBBB BBB চিহ্নে আমারই প্রকৃত অধিকার, তাহা আমাকেই দিবে। কৃষ্ণ ‘তথাস্তু’ বলিয় পৌণ্ড রাজ্যে গমন করিলেন এবং চক্রাদি অস্ত্র পৌণ্ডকের প্রতি ক্ষিপ্ত করিয়া তাহাকে নিহত করিলেন। বারাণসীর অধিপতিগণ পৌণ্ডকের পক্ষ হইয়াছিল, এবং পৌণ্ডকের মৃত্যুর পরেও কৃষ্ণের সঙ্গে শত্রুত করিয়া, যুদ্ধ করিড়েছিল । এজন্ত তিনি বারাণসী আক্রমণ করিয়া শক্রগণকে নিহত করিলেন এবং বারাণসী দগ্ধ করিলেন । এ স্থলে শক্রকে নিহত করা অধৰ্ম্ম নহে, কিন্তু নগরদাহ ধৰ্ম্মামুমোদিত নহে । পরম ধৰ্ম্মাত্মা কৃষ্ণের দ্বারা এরূপ কাৰ্য্য কেন হইয়াছিল, তাহার বিশ্বাসযোগ্য বিবরণ কিছু পাওয়া যায় না। বিষ্ণুপুরাণে লেখা আছে যে, কাশিরাজ কৃষ্ণহস্তে নিহত হইলে, তাহার পুত্র মহাদেবের তপস্যা করিয়া কৃষ্ণের বধের নিমিত্ত “কৃত্য উৎপন্ন হউক,” এই বর প্রার্থনা করিলেন । কৃত্য অভিচারকে বলে । অর্থাৎ যজ্ঞ হইতে শরীরবিশিষ্ট অমোঘ কোন শক্তি উৎপন্ন হইয়া শত্রুর বধসাধন করে । মহাদেব প্রার্থিত বর দিলেন । কৃত্য। উৎপন্ন হইয়া ভীষণ মূৰ্ত্তিধারণপূর্বক কৃষ্ণের বধার্থ ধাবমান হইল। কৃষ্ণ সুদৰ্শন চক্রকে আজ্ঞা করিলেন যে, তুমি এই কৃত্যাকে সংহার কর । বৈষ্ণবচক্রের প্রভাবে মাহেশ্বরী কৃত্য বিধ্বস্তপ্রভাবা হইয়া পলায়ন করিল । চক্রও পশ্চাদ্ধাবিত হইল। কৃত্যা বারাণসী নগর মধ্যে প্রবেশ করিল। চক্রানলে সমস্ত পুরী দগ্ধ হইয়া গেল। ইহা অতিশয় অনৈসর্গিক ও অবিশ্বাসযোগ্য ব্যাপার । হরিবংশে পৌণ্ডকবধের কথা আছে, কিন্তু বারাণসীদাহের কথা নাই। কিন্তু ইহার কিঞ্চিৎ প্রসঙ্গ মহাভারতে আছে । অতএব বারাণসীদাহ অনৈতিহাসিক বলিয়া পরিত্যাগ করিতে পারিলাম না। তবে কি জন্য বারাণসীদাহ করিতে কৃষ্ণ বাধ্য হইয়াছিলেন, তাহার বিশ্বাসযোগ্য কারণ কিছু জানা যায় না । যে সকল যুদ্ধের কথা বলা গেল, তদ্ভিন্ন উদ্যোগপর্বে ৪৭ অধ্যায়ে অৰ্জ্জুনবাক্যে কৃষ্ণকৃত গান্ধারজয়, পাণ্ড্যজয়, কলিঙ্গজয়, শাল্বজয় এবং একলব্যের সংহারের প্রসঙ্গ অাছে। ইহার মধ্যে শাল্বজয়বৃত্তান্ত মহাভারতের বনপর্বে আছে । ইহা ভিন্ন আর কয়টির কোন

  • *বক্ষঃ সৰ্ব্বনিৰ সশচ বিশ্বানি যজ্ঞ লোমক্স । স চ দেবঃ পরং ব্ৰহ্ম বাস্থদের ইতি স্বতঃ " kr