পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . .” ် Kျံ့နှံ့ ’ ,". DDD DDDD DDDDDB BBB BD DDD DDBBBS ggD DDD DDDDDD শিশুপাল ও তাহার অনুচরবর্গকে পরাভূত করিয়াছিলেন। যেখানে এক গ্রন্থে একই ঘটনার স্থই প্রকার বর্ণনা দেখিতে পাই—একটি নৈসর্গিক অপরটি অনৈসর্গিক, সেখানে - অনৈসর্গিক বর্ণনাকে অগ্রাহ করিয়া নৈসর্গিককে ঐতিহাসিক বলিয়া গ্রহণ করাই বিধেয়। খিনি পুরাণেতিহাসের মধ্যে সত্যের অনুসন্ধান করিবেন, তিনি যেন এই সোজা কথাটা স্মরণ রাখেন । নছিঙ্গে সকল পরিশ্রমই বিফল হইবে। শিশুপালবধের আমরা যে সমালোচনা করিলাম, তাহাতে উক্ত ঘটনার স্কুল ঐতিহাসিক তত্ত্ব আমরা এইরূপ দেখিতেছি । রাজস্বয়ের মহাসভায় সকল ক্ষত্রিয়ের অপেক্ষ কৃষ্ণের শ্রেষ্ঠত। স্বীকৃত হয়। ইহাতে শিশুপাল প্রভৃতি কতকগুলি ক্ষত্রিয় রুষ্ট হুইয়৷ যজ্ঞ নষ্ট করিবার জন্ত যুদ্ধ উপস্থিত করে। কৃষ্ণ তাহাদিগের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজিত করেন এবং শিশুপালকে নিহত করেন। পরে যজ্ঞ নির্বিবস্ত্রে সমাপিত হয় । আমরা দেখিয়াছি, কৃষ্ণ যুদ্ধে সচরাচর বিদ্বেষবিশিষ্ট। তবে অর্জুনাদি যুদ্ধক্ষম পাণ্ডবেরা থাকিতে, তিনি যজ্ঞস্তুদিগের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হইলেন কেন ? রাজস্থয়ে যে কার্য্যের ভার কৃষ্ণের উপর ছিল, তাহা স্মরণ করিলেই পাঠক কথার উত্তর পাইবেন। যজ্ঞরক্ষার ভার কৃষ্ণের উপর ছিল, ইহা পূর্বে বলিয়াছি। যে কাজের ভার যাহার উপর থাকে, তাহা তাহার অমুষ্ঠেয় কৰ্ম্ম (Duty) । আপনার অমুষ্ঠেয় কৰ্ম্মের সাধন জন্তই কৃষ্ণ যুদ্ধে প্রবৃত্ত হইয়া শিশুপালকে বধ করিয়াছিলেন। একাদশ পরিচ্ছেদ পাগুবের বনবাস রাজসূয় যজ্ঞ সমাপ্ত হইলে, কৃষ্ণ দ্বারকায় ফিরিয়া গেলেন । সভাপর্কে আর র্তাহাকে দেখিতে পাই না । তবে এক স্থানে তাহার নাম হইয়াছে । দূতক্রীড়ায় যুধিষ্ঠির দ্ৰৌপদীকে হারিলেন। তার পর ত্ৰৌপদীর কেশাকর্ষণ, এবং সভামধ্যে বস্ত্রহরণ । মহাভারতের এই ভাগের মত, কাব্যাংশে উৎকৃষ্ট রচনা জগতের সাহিত্যে বড় স্থলভ। কিন্তু কাব্য আমাদের এখন সমালোচনীয় নহে—ঐতিহাসিক মূল্য