পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છેર কৃষ্ণচরিত্র আমরা প্রথমে এই দুই সন্দেহের মীমাংসায় প্রবৃত্ত হইব। কৃষ্ণের বৃত্তান্ত নিম্নলিখিত প্রাচীন গ্রন্থগুলিতে পাওয়া যায়। ( ১ ) মহাভারত। (২) হরিবংশ । (৩) পুরাণ । ইহার মধ্যে পুরাণ আঠারখানি। সকলগুলিতে কৃষ্ণবৃত্তান্ত নাই। নিম্নলিখিতগুলিতে আছে । ( ১ ) ব্ৰহ্ম পুরাণ । (২) পদ্ম পুরাণ । (৩) বিষ্ণু পুরাণ । (৪) বায়ু পুরাণ । ( ৫ ) শ্ৰীমদ্ভাগবত । (১০) ব্রহ্মবৈবৰ্ত্ত পুরাণ । (১৩) স্কন্দ পুরাণ। (১৪) বামন পুরাণ । (১৫) কুৰ্ম্ম পুরাণ। মহাভারত, আর উপরিলিখিত অন্ত গ্রন্থগুলির মধ্যে কৃষ্ণজীবনী সম্বন্ধে একটি বিশেষ প্রভেদ আছে। যাহা মহাভারতে আছে, তাহা হরিবংশে ও পুরাণগুলিতে নাই। যাহা হরিবংশ ও পুরাণে আছে, তাহা মহাভারতে নাই । ইহার একটি কারণ এই যে, মহাভারত পাগুবদিগের ইতিহাস ; কৃষ্ণ পাণ্ডবদিগের সখা ও সহায় ; তিনি পাগুবদিগের সহায় হইয়া বা তাহদের সঙ্গে থাকিয়া যে সকল কাৰ্য্য করিয়াছেন, তাহাই মহাভারতে আছে, ও থাকিবার কথা। প্রসঙ্গক্রমে অন্ত দুই একটা কথা আছে মাত্র। র্তাহার জীবনের অবশিষ্টাংশ মহাভারতে নাই বলিয়াই হরিবংশ রচিত হইয়াছিল, ইহা হরিবংশে আছে। ভাগবতেও ঐরূপ কথা আছে। ব্যাস নারদকে মহাভারতের অসম্পূর্ণত জানাইলেন। নারদ ব্যাসকে কৃষ্ণচরিত্র রচনার উপদেশ দিলেন। অতএব মহাভারতে যাহা আছে, এই ভাগবতে বা হরিবংশে বা অন্য পুরাণে তাহ নাই ; মহাভারতে, যাহা নাই—পরিত্যক্ত হইয়াছে, তাহাই আছে ।