পাতা:কৃষ্ণচরিত্র.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$e : o, . , *. কৃষ্ণচরিত্র BB BB BBBS BBB BBB BB DD BB DD S BBB BBBB BBBBB BBB DDD পরম সন্তোষ ও অাৰুণ্য লাভ হইবে। যে ব্যক্তি জ্ঞাতিভেদ সময়ে সংপরামর্শ প্রদান না করে সে ব্যক্তি কখন আত্মীয় নহে।” . . . ; ইউরোপীযদিগের বিশ্বাস, কৃষ্ণ কেবল পরস্ত্রীলুব্ধ পাপিষ্ঠ গোপ ; এ দেশের লোকের কাহারও বা সেইরূপ বিশ্বাস, কাহারও বিশ্বাস যে তিনি মনুষ্যহত্যার জন্য অবতীর্ণ, কাহারও বিশ্বাস তিনি “চক্র”—অর্থাৎ স্বাভিলাষসিদ্ধি জন্য কুচক্র উপস্থিত করেন। তিনি যে এ সকল ऋइ-लिनि যে তৎপরিবর্তে লোকহিতৈষীর শ্রেষ্ঠ, জ্ঞানিশ্রেষ্ঠ, ধৰ্ম্মোপদেষ্টার শ্ৰেষ্ঠ, মাদর্শ মনুষ, ইহাই বুঝাইবার জন্য এই সকল উদ্ধত করিতেছি । সপ্তম পরিচ্ছেদ হস্তিনায় দ্বিতীয় দিবস 's 鐵 পরদিন প্রাতে স্বয়ং হর্য্যোধন ও শকুনি আসিয়া শ্ৰীকৃষ্ণকে বিছরভবন হইষ্ট্রে কৌরবসভায় লইয়া গেলেন। অতি মহতী সভা হইল। মারদাদি দেবধি, এবং জমদগ্নি প্রভৃতি ব্রহ্মধি তথায় উপস্থিত হইলেন। কৃষ্ণ পরম বাগিতার সহিত দীর্ঘ বক্তৃতায় । ধৃতরাষ্ট্রকে সন্ধিস্থাপনে প্রবৃত্তি দিতে লাগিলেন। ঋষিগণও সেইরূপ করিলেন। কিছুতে কিছু হইল না। ধৃতরাষ্ট্র বলিলেন, “আমার সাধ্য নহে, ফুৰ্য্যোধনকে বল।” ফুৰ্য্যোধনকে কৃষ্ণ, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি অনেক প্রকার বুঝাইলেন। সন্ধি স্থাপন দূরে থাক, ফুৰ্য্যোধন কৃষ্ণকে কড়া কড়া শুনাইয়া দিলেন। কৃষ্ণও তাহার উপযুক্ত উত্তর দিলেন। দুৰ্য্যোধনের . দুশরিত্র ও পাপাচরণ সকল বুঝাইয়া দিলেন। ক্রুদ্ধ হইয় ফুৰ্য্যোধন উঠিয়া গেলেন। % তখন কৃষ্ণ, যাহা সমস্ত পৃথিবীর রাজনীতির মূলসূত্র, তদনুসারে কার্য্য করিতে ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিলেন। রাজশাসনের মূলসূত্র এই যে, প্রজারক্ষার্থ হস্কৃতকারীকে দণ্ডিত করিবে। অর্থাৎ অনেকের হিতার্থ একের দণ্ড বিধেয় । সমাজের রক্ষার্থ হত্যাকারীর বধ বিহিত। যাহাকে বদ্ধ না করিলে তাহার পাপাচরণে বহুসহস্র প্রাণীর প্রাণসংহার হইবে, তাহাকে বদ্ধ করাই জ্ঞানীর উপদেশ। ইউরোপীয় সমস্ত রাজ ও রাজমন্ত্রী পরামর্শ করিয়৷ এই জন্য খ্রিঃ ১৮১৫ অব্দে নপোলেয়নকে যাবজ্জীবন আবদ্ধ করিয়াছিলেন । এই জন্য মহানীতিজ্ঞ কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিলেন যে, ফুৰ্য্যোধনকে বধিয়া পাণ্ডবদিগের