পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i ,---- - ៤: BBB BBBBBB BB BBBBgg BB BBBBBB BBBS BBBBBBB BBB S S DD BDD DD BBBBBBBS BB DD BB BB BBBDD DBBB DDS খান্ধিবার সম্ভাবনা নাই। এইটিই কেবল সে নিয়ম বহিষ্ণুপ্ত। কৃষ্ণ এখানে ঈশ্বরাবতার, এটি দ্বিতীয় বা স্তৃতীয় স্তরের চিহ্ন পূৰ্ব্বে বলিয়াছি। এরূপ বিবেচনা করিবার জন্তান্ত হেৰুও নির্দেশ করা যাইতে পারে, কিন্তু প্রয়োজনাভাব। তবে, ইহা বলা কৰ্ত্তব্য যে অমুক্রেমণিকাধ্যায়ে মৌসলপর্বের কোন প্রসঙ্গই নাই। পরীক্ষিতের জন্মবৃত্তান্তেয় পরবর্তী কোন কথাই অনুক্রমণিকাধ্যায়ে নাই। আমার বিবেচনায় পরীক্ষিতের জন্মই আদিম মহাভারতের শেষ । তার পরবর্তী যে সকল কথা, তাহ দ্বিতীয় বা তৃতীয় স্তরের। দ্বিতীয় পরিচ্ছেদ উপসংহার সমালোচকের কার্য্য প্রয়োজনানুসারে দ্বিবিধ —এক প্রাচীন কুসংস্কারের নিরাস ; অপর সত্যের সংগঠন। কৃষ্ণচরিত্রে প্রথমোক্ত কাৰ্য্যই প্রধান ; এজন্য অামাদিগের সময় ও চেষ্ট৷ সেই দিকেই বেশী গিয়াছে। কৃষ্ণের চরিত্রে সত্যের নূতন সংগঠন করা অতি দুরূহ ব্যাপার, কেন না, মিথ্য ও অতিপ্রকৃত উপন্যাসের ভৰ্ম্মে অগ্নি এখানে এরূপ আচ্ছাদিত যে, তাহার সন্ধান পাওয়া ভার। যে উপাদানে গড়িয়া প্রকৃত কৃষ্ণচরিত্র পুনঃ সংস্থাপিত করিব, তাহ মিথ্যার সাগরে ডুবিয়া গিয়াছে। আমার যত দূর সাধ্য, তত দূর আমি গড়িলাম । উপসংহারে দেখা কৰ্ত্তব্য যে, যতটুকু সত্য পুরাণেতিহাসে পাওয়া যায়, ততটুকুতে কৃষ্ণচরিত্রে কিরূপ প্রতিপন্ন হইল । দেখিয়াছি, বালে কৃষ্ণ শারীরিক বলে আদর্শ বলবান। তাহার অশিক্ষিত বলপ্রভাবে বৃন্দাবন হিংস্ৰজন্তু প্রভৃতি হইতে সুরক্ষিত হইত। তাহার অশিক্ষিত বলেও কংসের মল্পপ্রভৃতি নিহত হইয়াছিল। গোচরণকালে গোপালগণের সঙ্গে সৰ্ব্বদা ক্রীড়া ও ব্যায়ামাদিতে তিনি শারীরিক বলের ফুৰ্ত্তি জন্মাইয়াছিলেন। দেখিয়াছি, দ্রুতগমনে কালযবনও তাঁহাকে পারেন নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে তাহার রথসঞ্চালনবিষ্ঠার বিশেষ প্রশংসা দেখা যায়।