পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ : কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হইয়াছিল ২৩ সকলেই জানে যে বৎসরের দুইটি দিনে দিবারাত্র সমান হয়। সেই দুইটি দিন একের ছয় মাস পরে আর একটি উপস্থিত হয়। উহাকে বিষুব বলে। আকাশের যে যে স্থানে ঐ দুই দিনে স্বৰ্য্য থাকেন, সেই স্থান দুইটিকে ক্রাস্তিপাত বা ক্রান্তিপাতবিন্দু (Equinoctial point) on 1 &to প্রত্যেকটির ঠিক ১০ অংশ (90 degrees) of অয়ন পরিবর্তম হয় (Solstice) । ঐ ৯০ অংশে উপস্থিত হইলে স্বৰ্য্য দক্ষিণায়ন হইতে উত্তরায়ণে, বা উত্তরায়ণ হইতে দক্ষিণায়নে যান । মহাভারতে আছে, ভীষ্মের ইচ্ছামৃত্যু। তিনি শরশয্যাশায়ী হইলে বলিয়াছিলেন যে, আমি দক্ষিণায়নে মরিব না, ( তাহ হইলে সদগতির হানি হয় ) ; অতএব শরশয্যায় শুইয়। উত্তরায়ণের প্রতীক্ষা করিতে লাগিলেন। মাঘ মাসে উত্তরায়ণ হইলে তিনি প্রাণত্যাগ করিলেন। প্রাণত্যাগের পূৰ্ব্বে ভীষ্ম বলিতেছেন “মাষোহয়ং সমচুপ্রাঞ্চে মাসঃ সৌম্যে যুধিষ্ঠির।” তবে, তখন মাঘ মাসেই উত্তরায়ণ হইয়াছিল। অনেকে মনে করেন, এখনও মাঘ মাসেই উত্তরায়ণ হয়, কেন না ১লা মাঘকে উত্তরায়ণ দিন এবং উৎপূৰ্ব্বদিনকে মকরসংক্রাস্তি বলে । কিন্তু ডাহা আর হয় না। যখন অশ্বিনী নক্ষত্রের প্রথম অংশে ক্রাস্তিপাত হইয়াছিল, তখন অশ্বিনী প্রথম মক্ষত্র বলিয়। গণিত হইয়াছিল ; তখন অশ্বিন মাসে বৎসর আরম্ভ করা হইত, এবং তখনই ১লা মাঘে উত্তরায়ণ হইত। এখনও গণনা সেইরূপ চলিয়া আসিতেছে, এখন ফসলী সন ১লা আশ্বিনে আরম্ভ হয়, কিন্তু এখন আর অশ্বিনী নক্ষত্রে ক্রান্তিপাত হয় না ; এবং এখন ১লা মাঘে পূর্বের মত উত্তরায়ণ হয় না। এখন ৭ই পৌষ বা ৮ই পৌষ (২১শে ডিসেম্বর ) উত্তরায়ণ হয়। ইহার কারণ এই যে ক্রান্তিপাতবিন্দুর একটা গতি আছে, ঐ গতিতে ক্রান্তিপাত, সুতরাং আয়নপরিবর্তনস্থানও, বৎসর *** fiefżati sit, I żafż đásfv Precession of the Equinoxes–fżâata “অয়নচলন”। কত পিছাইয়া যায়, তাহারও পরিমাণ স্থির আছে। হিন্দুরা বলেন, বৎসরে ৫৪ বিকল, ইহাও পূৰ্ব্বে কথিত হইয়াছে। কিন্তু ইহাতে সামান্ত ভুল আছে। ১৭২ খ্রিঃ-পূৰ্ব্বাব্দে হিপার্কস্ নাম গ্ৰীক জ্যোতির্বিব ক্রান্তিপাত হইতে ১৭৪ অংশে চিত্র নক্ষত্রকে দেখিয়াছিলেন। মাস্কেলাইন ১৮০২ খ্রিঃ অব্দে চিত্রাকে ২০১ অংশে ৪ কলা ৪ বিকলায় দেখিয়াছিলেন। ইহা হইতে হিসাব করিয়া পাওয়া যায়, ক্রান্তিপাতের বার্ষিক গতি সাড়ে পঞ্চাশ বিকল । বিখ্যাত ফরাশী জ্যোতির্বিবদ Leverrier ঐ গতি অন্ত কারণ হইতে ৫০২৪ বিকল স্থির করিয়াছেন, এবং সর্বশেষে Stockwell গণিয়া ৫°৪৩৮ \o 象