পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ পশুবদিগের ঐতিহাসিকতা ২ DBBBBB BBBBS BB BBBB BBB BBBDDDS BB DDD DDDD DD ভাগে , প্রতিবাদের কোন প্রয়োজন দেখা যায় না। কিন্তু পূৰ্ব্বে থলিয়াছি যে, ইউরোপীয়দিগের মত এই যে, মহাভারত খ্রিষ্ট-পূর্ব চতুর্থ ব৷ পঞ্চম শতাব্দীতে রচিত হইয়াছিল । এবং আদিম মহাভারতে পাগুবদিগের কোন কথা ছিল না-ও সব পশ্চাদ্বী কবিদিগের কল্পনা, এবং মহাভারতে প্রক্ষিপ্ত । - যদি এই দ্বিতীয় কথাটা সত্য হয়, তবে মহাভারত কবে প্রণীত হইয়াছিল, সে কথার মীমাংসাশ্ন কিছু প্রয়োজন থাকে না । তাহ হইলে, যবেই মহাভারত প্রণীত হউক না কেন—কৃষ্ণঘটিত কথা যাহা কিছু এখন মহাভারতে পাওয়া যায়, সবই মিথ্যা। কেন না, কৃষ্ণঘটিত মহাভারতীয় সমস্ত কথাই প্রায় পাণ্ডবদিগের সঙ্গে সম্বন্ধঞ্চিশষ্ট। অতএব আগে দেখা উচিত যে, এই শেষোক্ত আপত্তির কোন প্রকার স্যায্যতা আছে কি না । প্রথমতই লাসেন সাহেবকে ধরিতে হয়—কেন না, তিনি বড় লব্ধপ্রতিষ্ঠ জৰ্ম্মান পণ্ডিত। মহাভারত যবেই প্রণীত হউক, তিনি স্বীকার করেন যে, ইহার কিছু ঐতিহাসিকতা আছে। কিন্তু তিনি যেটুকু স্বীকার করেন, সেটুকু এই মাত্র যে, মহাভারতে যে যুদ্ধ বর্ণিত আছে, তাহা কুরুপাঞ্চলের যুদ্ধ–পাণ্ডবগণকে অনৈতিহাসিক কবিকল্পনাপ্রসূত বলিয়া উড়াইয়া দেন। বেবর সাহেবও সে মত গ্রহণ করেন। সর মনিয়র উইলিয়ম্স, বাবু রমেশচন্দ্র দত্ত প্রভৃতি অনেকেই সেই মতের অবলম্বী। যতটা কি, তাহ সংক্ষেপে বুঝাইতেছি । কুরু নামে এক জন রাজা ছিলেন। আমরা পুরাশেতিহাসে গুনি, তৰংশীয় রাজগণকে কুরু বা কৌরব বলা যায়। র্তাহাদিগের অধিকৃত দেশবাসিগণকেও ঐ নামে অভিহিত করা যাইতে পারে। তাহ হইলে কুরু শব্দে কৌরবাধিকৃত জনপদবাসীদিগকে বুঝাইল । পাঞ্চলের দ্বিতীয় জনপদবাসী। এই অর্থেই পাঞ্চাল শব্দ মহাভারতে ব্যবহৃত হইয়াছে । এই দুই জনপদ পরম্পর সন্নিহিত। উত্তর পশ্চিমে যে সকল জনপদ ছিল, মহাভারতীয় যুদ্ধের পূৰ্ব্বে এই চুই জনপদ তন্মধ্যে সৰ্ব্বাপেক্ষ প্রাধান্ত লাভ করিয়াছিল। বোধ হয় এককালে এই দুই জনপদবাসিগণ মিলিতই ছিল। কেন ন কুরু-পাঞ্চাল পদ বৈদিক গ্রন্থে পাওয়া যায়। পরে তাহাদিগের মধ্যে বিরোধ উপস্থিত হইয়াছিল। বিরোধের পরিণাম মহাভারতের যুদ্ধ। সেই যুদ্ধে কুরুগণ পাঞ্চলগশ কর্তৃক পরাজিত হইয়াছিল । এত দূর পর্য্যস্ত আমরা কোম আপত্তি করি না, এবং এ কথায় আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে। বস্তুতঃ কুরুগণের প্রকৃত বিপক্ষগণ পাঞ্চালগণই বটে। মহাভারতে 碘