পাতা:কৃষ্ণচরিত্র.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কৃষ্ণচরিত্র লাল, কিন্তু আইন" সম্পূর্ণ না করিয়া পুনমুদ্রিত করিতে পারলাম না। সম্পূর্ণ छ्झेदांग्न७ दिलक्ष यां८छ् । শ্ৰীবাঙ্কমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের বিজ্ঞাপন কৃষ্ণচরিত্রের প্রথম সংস্করণে কেবল মহাভারতীয় কৃষ্ণকথা সমালোচিত হইয়াছিল। তাহাও অগ্নাংশমাত্র। এবার মহাভারতে কৃষ্ণ সম্বন্ধীয় প্রয়োজনীয় কথা যাহা কিছু পাওয়া বায়, তাহ সমস্তই সমালোচিত্ত হইয়াছে। তা ছাড়া হরিবংশে ও পুরাণে যাহা সমালোচনার যোগ্য পাওয়া যায়, তাহাও বিচারিত হইয়াছে। তাহ ছাড়া উপক্ৰমণিকাভাগ পুনলিখিত এবং বিশেষরূপে পরিবদ্ধিত হইয়াছে। ইহা আমার অভিপ্রেত সম্পূর্ণ গ্রন্থ। প্রথম সংস্করণে যাহা ছিল, তাহা এই দ্বিতীয় সংস্করণের অল্পাংশ মাত্র । অধিকাংশই নূতন । এত দূরও যে কৃতকাৰ্য্য হইতে পারিব, পূৰ্ব্বে ইহা আশা করি নাই। কিন্তু সম্পূর্ণ কৃষ্ণচরিত্র প্রকাশ করিয়াও আমি সুখী হইলাম না । তাহার কারণ, আমার ক্রটিতেই হউক, আর কুরদুষ্ট বশতই হউক, মুদ্রাঙ্কনকার্য্যে এত ভ্রম প্রমাদ ঘটিয়াছে যে, অনেক ভাগ পুনমুদ্রিত করাই আমার কৰ্ত্তব্য ছিল । নানা কারণ বশতঃ তাহ পারিলাম না। আপাততঃ একটা শুদ্ধিপত্র দিলাম। যেখানে অর্থবোধে কষ্ট উপস্থিত হইবে, অনুগ্রহপূর্বক পাঠক সেইখানে শুদ্ধিপত্রখানি দেখিয়া লইবেন। শুদ্ধিপত্রেও বোধ হয়, সব ভুল ধরা হয় নাই। যাহ। চক্ষে পড়িয়াছে, তাহাই ধরা হইয়াছে । ইহা ভিন্ন কয়েকটি প্রয়োজনীয় বিষয় যথাস্থানে লিখিতে ভুল হইয়া গিয়াছে। তাহ তিনটি ক্রোড়পত্রে সন্নিবিষ্ট করা গেল। পাঠক ১৫ পৃষ্ঠার [ ২২ পংক্তির ] পর ক্রোড়পত্র ( ক ), দ্বিতীয় খণ্ডের দশম পরিচ্ছেদের [ ১২৪ পৃষ্ঠার পর (খ ), এবং ১৫৪ পৃষ্ঠার [ ১২ পংক্তির পর (শ ) [ ও ২৪৫ পৃষ্ঠার ফুট্‌ নোটে ক্রোড়পত্র ( ঘ ) ] পাঠ করিবেন। আমি বলিতে বাধ্য যে, প্রথম সংস্করণে যে সকল মত প্রকাশ করিয়াছিলাম, এখন তাহার কিছু কিছু পরিত্যাগ এবং কিছু কিছু পরিবর্তিত করিয়াছি। কৃষ্ণের বাল্যলীলা সম্বন্ধে বিশিষ্টরূপে এই কথা আমার বক্তব্য। এরূপ মতপরিবর্তন স্বীকার করিতে আমি