পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৬৪ ৬৪ । কৈকেয়ী । ... ..... স্বভাবা পাপ-মনােরথ যুবতীদিগের অভিপ্রায় জানিতে পারে না। বিকার প্রাপ্ত হইলেই ইহারা স্বামীর সহিত পূৰ্বভাব ত্যাগ করে। নিয়ত স্বামীকে অবমাননা করে। অতএব তুমি আমার এই বনবাসিত পুত্রের যেন অবমাননা করিও না। ইনি ধনাই হউন বা দরিদ্রই হউন তােনার ইষ্টদেব ।” সীতা কেশল্যার বাক্য শুনিয়া কৃতাঞ্জলিপুটে কহিলেন “আৰ্যে । আপনি যাহা হা আদেশ করিলেন আমি তাহা সমস্তই করিব। আমি পূৰ্ব্বে মাতাপিতার নিকটে এই উপদেশ শ্রবণ করিয়াছি; মা ! আপনি আমাকে অসতী দিগের সহিত তুলনা করিবেন না। আমি পতিব্রতাদিগের সামান্য ও বিশেষ ধ র কথা শুনিয়াছি। আমি জানি স্বামী স্ত্রীলােকের পরম দেবতা, আমি কি স্বামীকে অবমাননা করিতে পারি? স্বামীর ধর্মবৃখি জন্তই স্ত্রীর প্রয়ােজন। স্বামীর অধৰ্ম্ম বৃদ্ধি করিতে স্ত্রীলােকের সৃষ্টি হয় নাই। স্ত্রী সব্ব সময়ে স্বামীর আজ্ঞামত কাৰ্য্য করিবে কিন্তু স্বামী যদি অশাস্ত্রীয় কৰ্ম্ম বা অসংৰত কাৰ্য্য করিতে অনুরােধ করেন। স্ত্রী কখনই তখন স্বামীর অধৰ্ম্ম বুদ্ধিকে প্রশ্রয় দিবে না-- আমি স্ত্রীলােকদিগের এই ধৰ্ম্ম বিশেষরূপে অবগত আছি।” বধূর হৃদয়ানন্দদায়ক কথা শুনিয়া কৌশল্যার নয়ন হইতে যুগপৎ শােক ও হর্ষ জনিত অশধারা নির্গত হইল। হায়! আবার কবে সীতার এই শিক্ষা সমাজ আদর করিয়া