পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। | ১৫ - - - - - অনুষ্ঠান করিবে! রাম ও সীতা তখন সকলের নিকট হইতে বিদায় গ্রহণ করিলেন। রাম গমনকালে নাদিগকে লক্ষ্য করিয়া কহিলেন “জননীগণ, নিযুত একত্র বাস হে নদি আমি কখন আপনাদিগকে কোন পুরুষ বাক্য বলিয়া থাকি তজ্জন্য আমাকে ক্ষমা করবেন, আ আপনাদের নিকট ক্ষমা চাহিতেছি।” রামের কথা শুনিয়া রামমা তাদিগের মধ্যে ক্রোধ্বীগণের ন্যায় শেকজনিত ধ্বনি উথিত হইল। অতঃপর লক্ষ্মণ মা তা সুমিত্রার নিকটে বিদায় গ্রহণ করিলেন। সুমিত্রা বলিয়া দিলেন ... “রামং দশরথ বিন্ধি মাং বিদ্ধি জনকাত্মজান। “অযোধ্যামটৰীং বিদ্ধি গচ্ছ তাত যথাসুখম্। সুমিত্রা লক্ষ্মণকে আলিঙ্গন করিয়া অপূর্ণ নয়নে উপদেশ করিলেন, তাত! রামকে দশরথ মনে করি ৪, জানকীকে আমি জানিও, অরণ্যকে অযোধ্যা মনে করিও, এখন যথা সুখে গমন কর। আমরা রামায়ণে এই মৃদুমধুরন্থাব লক্ষ্মণজননীর কথা অল্পই শুনিতে পাই। | সুম, রাম সীতা ও লক্ষ্মণকে শৃঙ্গবেরপুর নিকটে গঙ্গাকূলে পরিত্যাগ করিয়া সায়ংকালে অযোধ্যায় আসিলেন। সুমন্ত্র মুখে বস্তু আচ্ছাদন করিয়া অযােধ্যায় প্রবেশ করিলেন। রাজা পুত্রশোকে নিতান্ত অস্থির হইলেন ; কৈকেয়ীর গৃহ পূর্বেই ত্যাগ করিয়াছিলেন—