পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৬৮ ৬৮ । কৈকেয়ী।

= = = = =

= আবার জিজ্ঞাসা করিলেন “মা, মৃত্যুকালে পিতা কি বলিয়া গিয়াছেন আপনি আমায় বলুন।” ভয়বজ্জিত। কৈকেয়ী বলিতে লাগিল ‘হা রাম, হা সীতা, হা লক্ষ্মণ রাজা পুনঃ পুনঃ এই বলিতে বলিতে দেহত্যাগ করিয়া স্বর্গে গিয়াছেন। ভরত নিতান্ত বিস্ময়াবিষ্ট হইয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন “মাতঃ, পিতার মৃত্যুসময়ে রাম কেন নিকটে ছিলেন না, সীতাই বা কোথায় গিয়াছিলেন ? লক্ষ্মণই বা কোথায় ছিলেন ? কৈকেয়া, বাম সীতা ও লক্ষ্মণের বনগমনের কথা উল্লেখ করিলে ভবত তখনও বুঝিতে পারিলেন না। ভরত তখন উচ্চবংশ স্মরণ করিয়া ভ্ৰাতার চরিত্রে শঙ্কিত ও ভ্রান্বিত হইলেন, বলিলেন, ‘মা রাম ত কোন ব্রাহ্মণের ধন অপহরণ করেন নাই, রাম ত কোন পরস্ত্রীর প্রতি আসক্ত হন নাই ? মা, রাম কেন দণ্ডকারণ্যে নির্বাসিত হইলেন ? | কৈকেয়ী তখন সমস্ত কথা যথাযথ বর্ণনা করিল। মাতার বাকা শুনিয়া ভরত বজ্রাহত বৃক্ষের ন্যায় ভূতলে পতিত হইলেন। কৈকেয়ী ভরতের অবস্থা দেখিয়া দুঃখিত হইয়া সান্ত্বনা করিতে লাগিল-বলিল “বংস এই বিশাল রাজ্য তুমি পাইয়াছ-তােমার শােকের অবসর কোথায় ? ভরত আর মাতাকে মাতৃভাবে দেখিতে পারেন না“রে পাপে ! রে ভর্তৃঘাতিনি! তুমি অসম্ভব বাক্য উচ্চারণ করিতেছ-পাপিনি! তােমার পাপগর্ভে জন্মগ্রহণ করিয়া