পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৭ কৈকেয়ী। সাশ্রনয়ন, সাধ্বী, যশস্বিনী রামমাত ভরতকে দেখিয়া মুক্তকণ্ঠে কঁদিতে লাগিলেন। ভরত তাহার চরণতলে পতিত হইয়া বহু বিলাপ করিলেন, বহু শপথ করিলেন। আর কৌশল্যাভরতের শপথ বাক্যে আরও ব্যথিত হইলেন—বুঝিলেন ভরতের কোন দোষ নাই, তথাপি রামবিচ্ছেদ সহ্য করতে না পারিয়া বলিতে লাগিলেন ‘পুত্র ত্বয়ি গতে দূরমেবং সমভূদিদ” পুত্র ! আজ তুমি থাকিলে বুঝি আমর রামচন্দ্র বনে যাইতেন না। ভারত! আমার সুবর্ণ প্রতিমা আজ কোথায় গিয়াছে ? পুত্রঃ সভাৰ্যো বনমেব যাতঃ সলক্ষ্মণাে মে রঘুরামচন্দ। চীরাথরাে বদ্ধটাকলাপঃ সন্তজা মাং দুঃখসমুদ্রমগ্না ॥ ভরত ! তােমার মাতার চেষ্টা তুমি সমস্তই শুনিয়াছ। আজ আমার রঘুরামচন্দ্র আমাকে ত্যাগ করিয়া, আমাকে দুঃখসমুদ্রে নিমগ্ন করিয়া কোথায় গিয়াছে। ভরত! চীরবস্ত্র পরিয়া জটাবন্ধন করিয়া লক্ষ্মণ ও সীতার সহিত নাম আমার কোন্ বনে ভ্রমণ করিতেছে ? ভরত! দেখ সীতা বিনা আমার ভােজনশালা শূন্য কে আমার ভােজন প্রস্তুত করিবে ? রাম বিনা আজ অযোধ্যা শূন্য। বল ভরত ক্ষুধার সময় তাহাদের কে খাইতে দেয়, পিপাসার সময় কে জল দেয়, নিদ্রার সময় তাহারা কোথায় শয়ন করে। .