পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৭৪ কৈকেয়ী। --- --- ----- - • • • • • • as a ••••


= আজ বহুদুঃখ পাইতেছি! আমার মনে হয় আরও দুঃখ আমি পাই। কিন্তু তুমি ভিন্ন আমার দুঃখ আর কেহ বুঝিবে না--আমি তােমার নিকট বড় অপরাধিনী—তবু তােমাকেই আমার দুঃখ শুনাইতে চাই। তুমি কি শুনিবে ? তুমি যদি না শােন বল আমি কোথায় যাইব? বল আমার আর স্থান কোথায় ? আমার আপন সন্তানও যে আমার দিকে আর চায়না রাম । আজ সকলেই যে আমায় লক্ষ্য করিয়া বলে এই রাক্ষসীই আজ সৰ্বগুণময় রামচন্দ্রকে বনে দিয়াছে, এর জন্যই সত্যসন্ধ রাজা দশরথ প্রাণ হারাইয়াছেন। আজ জগৎ সংসার আমায় ঘুণ। করে। আর তুমি? তুমিও কি আমায় ঘৃণা করিবে না, না, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াময়। তুমি ত কাহারও উপর রুষ্ট হইতে জান না ; আমার অন্তর বেদনা রাম, তুমি ভিন্ন আর কে জানিবে? শুনি তুমি মায়ামানুষ-- তুমি অন্তর্যামী।” কৈকেয়ী বড়ই কঁদিতেছেন। বড় উগ্রভাবে রামকে স্মরণ করিতেছেন। আজ বিপদে পড়িয়া অনুতাপানলে কৈকেয়ীর কর্মক্ষয় হইয়াছে। কৈকেয়ীর পশ্চাত্তাপদগ্ধ প্রাণের কাতর আহ্বানে রাম ব্যাকুল হইয়াছেন, রাম আর স্থির থাকিতে পারিতেছেন না। রাম যেন কাহারও অনুসন্ধান করিতেছেন! সহসা চক্রধারী জননীর কথা জিজ্ঞাসা করিলেন। ভরত কোন উত্তর দিলেন না। যেখানে