পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। 7 ৭ সকলেই মনে ভাবিতেছে এই কি সেই? আজ রামসীতাকে হৃদয়ে ধরিয়া কৈকেয়ীর সর্প গুরুতর খণ্ডন হইল। কৈকেয়ী সীতাকে কোলে লইয়া কতই কাদিল বলিল, “মা আমি কোন পাণে আমার এই সােহাগ পুতুলীকে--এই সোণার প্রতিমাকে বনে দরছি ! কি তখন আমার হইয়াছিল মা, তােমরা অযােধ্যায় চল কেহই মা আর * পুরীতে বাস করিতে পারিবে না। মা, আমার রাম আমায় ক্ষমা করিয়াছে চল আমার রাজলক্ষ্ম গৃহে চল। রামসাঁতাশূন্য অযােধ্যা স্মরণ করতেও আমার বুক ফাটিয়া যাইতেছে । সীতা আজ তােমাদের হইয়া আমি বনবাস করিব, আজ তােমাদের হইয়া আমি প্রতিজ্ঞা পালন করিব। তােমরা অযােধ্যায় যাও।” কৈকেয়ী কতই বলিতে চায় সীতা শাশুড়ীর চক্ষু জল মুছাইয়া দিতেছেন। | সমস্ত যেন শান্ত হইল। কৈকেয়ী রামকে একান্তে কি বলিবে এই ইচ্ছা জানাইল। কৈকেয়ী জানিত না এ বলার শেষ নাই। ভক্তাধীন প্রত্ব কৈকেয়ীর অন্তরবেদনা বুঝিলেন। রাম ও কৈকেয়ী একান্তে আগমন করিলেন । কৈকেয়ী রামমেকান্তে স্রবন্নেত্ৰজলাকুলা। প্রাঞ্জলিঃ প্ৰাহ হে রাম তব রাজ্যবিধাতন। কৃতং ময়া দুষ্টধিয়া মায়ামােহিতচেতসা। ক্ষমস্ব মম দৌরাত্মং ক্ষমাসারাহি সাধবঃ ॥