পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

-=-= ৮২ কৈকেয়ী। ••• গৃহে বিরাজ করিতেছেন। ইহারা নিজের মুখ ভিন্ন অন্য কাহারও সুখ কামনা করিতে জানেন না, স্বামী মরুক বা বাঁচুক তাহারা তাহা দেখিতে চান না, তাহাদের অভিলাষ স্বামীকে পূর্ণ করিতেই হইবে নতুবা, এই সদাচীর দোর্দণ্ড লীলায় সংসার নিয়ত কম্পিত হইবে। ভরত আপনার মাতাকে যেরূপ সমালোচনা করিয়াছিলেন কৈকেয়ী ঠিক ঐরূপই যে ছিলেন তাহা নহে। দুর্ভাবনাক্লিষ্ট মনে মানুষের দোষের উপর দৃষ্টি পড়ে। এই কৈকেয়ী রামাভিষেকের সংবাদ শুনিয়া কুজাকে উত্তম আভরণ পুরস্কার দিয়াছিলেন। যখন কৈকেয়ীর বুদ্ধিভ্রংশ হইল তখন কৈকেয়ী আপ্তকাম হইল, তখন রাজার উপর সদাচীভাব ধারণ করিল, রাজাকে দুৰ্ব্বাক্যে দগ্ধ করিতে লাগিল। আর কৈকেয়ী ভগবান রামচন্দ্রকে বনবাস দিল। সৰ্ব্বধৰ্ম্মে জলাঞ্জলি প্রদান করিল, এই অবস্থায় কৈকেয়ী বিধবা হইল। ভরতও ধৰ্মপরিত্যাগকারিণী এবং অর্থকামাভিলাষিণী কৈকেয়ীর বাসনা সফল করিলেন না; ইহাতেই কৈকেয়ীর চৈতন্য হইয়াছিল, ইহাতেই কৈকেয়ী অনুতপ্ত হইয়া রামকৃপা লাভ করিয়াছিল। স্বামীর প্রতি দুৰ্বাক্য বলিতে যাহারা ভয় করেন না, স্বামীর অবমাননা করিতে যাঁহারা শঙ্কা করেন না, ভগবান বাল্মীকি তাহাদিগকেও পাতিব্ৰত্যধর্মভ্রষ্টা অসতী বলিতেছেন।