পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

| কৈকেয়ী।


... ... ... ... . .

==

= = = =

=

= = = =

=

====

=

= = = = = = =

দোষ উল্লেখমাত্র সতী তৎক্ষণাৎ দোষ ত্যাগ করেন। কৌশল্যা রাজা দশরথকে কঠিন কথা বলিয়াছিলেন। সুমন্ত্র শূন্যপথে অযােধ্যায় ফিরিয়া আসিয়া যখন রাজার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন তখন রাজা কৌশল্যার গৃহে। পুত্রশােকাতুর রাজা দশরথ স্তম্ভিত হইয়া রাম, লক্ষ্মণ, সীতা কি বলিয়া দিয়াছিলেন তাহাই যেন শুনিতেছিলেন ; আর চতুর্দিকে হাহাকাকারিণী রাজরাণীগণ শােকসমাকুল হইয়া বাহু উত্তোলন করিয়া বােদন করিতেছিলেন। রাজার এই মাত্র মূচ্ছাভঙ্গ হইয়াছে, গুরুশােকে রাজার বাকরুদ্ধ হইয়াছে এই অবস্থায় রাজাকে কৌশল্যা বড় কঠিন কথা বলিলেন, বলিলেন “মহারাজ সুমন্ত্রকে কেন কিছুই জিজ্ঞাসা করিতেছ না ? পূর্বে রামের প্রতি অন্যায় ব্যবহার করিয়া এক্ষণে বৃথা লজ্জা কেন? দেব! তুমি যাহার ভয়ে সুমন্ত্র সারথিকে রামের কথা জিজ্ঞাসা করিতেছ না সে কৈকেয়ী ত এখানে নাই।” কৌশল্যা আবার বলিতেছেন “রাম আজ তাহার পিতৃহস্তে নিহত হইল; আর মহারাজ, আমিও সৰ্ব্বপ্রকারে নষ্ট হইলাম। কেননা স্ত্রীলােকের প্রথমাগত স্বামী, দ্বিতীয়া গতি পুত্র এবং তৃতীয়া গতি জ্ঞাতিবর্গ, চতুর্থ গতি কেহ নাই। তন্মধ্যে প্রথমা গতি তুমি কিন্তু তুমি ত আমার নও “তত্র ত্বং মম নৈবাসি।” আর