পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নাহয় কথা কোয়ো না তার সনে,
পান্থ-সনে।
দাড়িয়ে তুমি থেকো একটি কোণে,
দুয়ার-কোণে॥

ওগো বধূ, হয় নি তোমার কাজ?
গৃহকাজ?
ওই শোনো কে অতিথ এল আজ,
এল আজ।
সাজাও নি কি পূজারতির ডালা।
এখনো কি হয় নি প্রদীপ জ্বালা
গোষ্ঠগৃহের মাঝ।
অতি যত্নে সীমন্তটি চিরে
সিঁদুরবিন্দু আঁক নাই কি শিরে।
হয় নি সন্ধ্যাসাজ?
ওগো বধু, হয় নি তোমার কাজ?
গৃহকাজ?
ওই শোনো কে অতিথ এল আজ,
এল আজ॥

১২৭