পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে।
বটের ছায়ায় কেহ কি তাদের
পড়েছে চোখের প্রান্তে।
কৌতুকে কেন ধায়
সচকিত দ্রুত পায়।
কলসে কাঁকন ঝলকি ঝনকি
ভোলায় রে দিক্‌ভ্রান্তে।
দুটি বোন তারা হেসে যায় কেন
যায় যবে জল আনতে॥

শিলাইদহ ১৯ জ্যৈষ্ঠ ১৩০৭
১৪২