পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আজিও আঁধার প্রভাতে অরুণ,
মেঘের আড়ালে হারা॥

এ ভরা বাদলে আর্দ্র আঁচলে
একেলা এসেছ আজি,
এনেছ বহিয়া রিক্ত তোমার
পূজার ফুলের সাজি।
এত মধুমাস গেছে বার বার-
ফুলের অভাব ঘটে নি তোমার
বন আলো করি ফুটেছিল যবে
রজনীগন্ধারাজি।
এ ভরা বাদলে আর্দ্র আঁচলে
একেলা এসেছ,আজি॥

আজি তরুতলে দাঁড়ায়েছে জল,
কোথা বসিবার ঠাঁই।
কাল যাহা ছিল সে ছায়া, সে আলো,
সে গন্ধগান নাই।
তবু ক্ষণকাল রহো ত্বরাহীন,
ছিন্নকুসুম পঙ্কে মলিন
ভূতল হইতে যতনে তুলিয়া
ধুয়ে ধুয়ে দিব তাই।

১৪৮